TRENDING:

পেট্রোলের চেয়েও দামি দুধ, দেশের করুণ আর্থিক অবস্থার ছবি প্রকট মহরমে

Last Updated:

বিশ্বাস করতে অসুবিধা হয় এক লিটার দুধের দাম ১৪০ টাকা প্রতি লিটার !!!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ : করুণ অবস্থা দেশের অর্থনীতির ৷ যা চাহিদা, যোগান তার আদৌ কাছাকাছি নয় আর এরই জেরে মর্হার্ঘ্য জ্বালানি পেট্রোলের থেকেও এক লিটার দুধের দাম বেশি ৷ এই করুণ অবস্থার ছবি এখন সারা বিশ্বের সামনে প্রকট ৷ পাকিস্তানে মহরমের দিন সিন্ধপ্রদেশ ও করাচিতে এক লিটার দুধ বিকিয়েছে ১৪০ টাকায় ৷ পরিস্থিতি আয়ত্তে আনতে সরকারের কমিশন দুধের দাম ৯৪ টাকা লিটারে বেঁধে দিয়েছে ৷ কিন্তু তাতই বা কী ৷
advertisement

পাকিস্তানি টাকা অনুযায়ি দু‘দিন আগে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ১১৩ টাকা আর ডিজেলের ৯১ টাকা ৷ আর সেখানই দুধ বিক্রি হয়েছে ১৪০ টাকা লিটারে ৷

আরও পড়ুন - কলকাতা ঢেকে ঘন কালো মেঘে, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে, জেনে নিন ওয়েদার আপডেট

মহরমে যাঁরা অংশ নেয় , রীতি মেনে তাদের দুধ, ফলের রস, ঠান্ডা জল দেন বহু মানুষ ৷ ফলে এই সময় নির্ধারিত সাধারণ দিনগুলির চেয়েও দুধের চাহিদা প্রচন্ড পরিমাণে বেড়ে যায় ৷ আর এরই জেরে বহুগুণ বেশি মূল্যে বিক্রি হয় দুধ ৷

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
পেট্রোলের চেয়েও দামি দুধ, দেশের করুণ আর্থিক অবস্থার ছবি প্রকট মহরমে