TRENDING:

বউ থাকতেই অফিসের মহিলা কর্মীর সঙ্গে সম্পর্ক বিল গেটসের! কী কী প্রস্তাব দিয়েছিলেন তাঁকে

Last Updated:

তিনি বিল গেটসের সঙ্গে ওয়ার্ক ট্রিপেও গিয়েছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মাইক্রোসফট -র(Microsoft) প্রতিষ্ঠাতা আর দুনিয়ার সবচেয়ে ধণীতম ব্যক্তিদের মধ্যে অন্যতম বিল গেটস  (Bill Gates) ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটসে-র  (Melinda Gates) বিবাহ  বিচ্ছেদ হয়েছে৷ এরপরেই তাঁদের ব্যক্তিগত জীবন একেবারে সকলের আলোচনার বিষয় হয়েউঠেছে৷ নিউইয়র্ক টাইমসে  প্রকাশিত রিপোর্ট অনুযায়ি বিল গেটস বিয়ের পরেও একাধিক মহিলা আধিকারিকের সঙ্গে ডেট করতেন৷
advertisement

চাঞ্চল্যকর তথ্যে উঠে এসেছে তাঁর অফিসে -র এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ঘিরে৷ তাঁর সঙ্গে রিলেশনশিপ ছিল অফিসের মহিলার সঙ্গে৷

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে বিল গেটস ও মেলিন্ডা ১৯৯৪ সালে বিয়ে করেছিলেন৷ এরপর ২০০০ এ বিল গেটস মাইক্রোসফটে কর্মরত এক মহিলা কর্মচারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন৷ এই অ্যাফেয়ারের সম্পর্কে খোলসা করেন মহিলা৷ ২০১৯সালে কোম্পানির বোর্ডকে তিনি বিল গেটসের বিষয়ে চিঠি দিয়েছিলেন৷ বিল গেটসের স্ত্রী থাকা সত্ত্বেও সেই মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বিল গেটস৷ এই বিষয়ে তদন্ত চলাকালীন পুরো কোম্পানির সহকর্মীরা সাহায্য করেছিলেন৷

advertisement

জানা গেছে তদন্ত পুরো হওয়ার আগে কোম্পানি থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন৷ যদিও মাইক্রোসফটের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছিলেন তাঁর ইস্তফা দেওয়া ও তদন্তের কোনও যোগাযোগ নেই৷

সেরা ভিডিও

আরও দেখুন
১,২ নয়, গুণে গুণে ২২! এতগুলি বিড়ালের সঙ্গেই সংসার, রোজ কত খরচ হয় জানেন?
আরও দেখুন

জানানোর বিষয় যে ২০২০ সালে বিল গেটস মাইক্রোসফট আর ওয়ার্কশায়ার হ্যাথবে-র বোর্ড থেকে ইস্তফা দিয়েছেন৷ ইয়র্কশায়ার হ্যাথবে বিখ্যাত বিনিয়োগকারী বোরেন বফেট চালান৷ বিল গেটস ইস্তফা দেওয়ার পর সত্য নাদেলা দায়িত্ব নেন৷ অন্য মহিলা বিল গেটস ও মেলিন্ডা ফাউন্ডেশনে কাজ করেছেন৷ তিনি বিল গেটসের সঙ্গে ওয়ার্ক ট্রিপেও গিয়েছিলেন৷ সেখানে গিয়ে তাঁকে তিনি কাজের বাইরে দেখা করার ও ডিনার করার প্রস্তাব দিয়েছিলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
বউ থাকতেই অফিসের মহিলা কর্মীর সঙ্গে সম্পর্ক বিল গেটসের! কী কী প্রস্তাব দিয়েছিলেন তাঁকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল