TRENDING:

রাজপরিবারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মেগান মার্কেলের বাবা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: চাপানউতোর শুরু হয়ে গিয়েছে ৷ চারিদিকে এখন একটাই খবর, রাজপরিবারে কী ফের সুখবর ? আবারও কী নতুন অতিথি আসতে চলেছে কেনসিংটন প্যালেসে ? সম্ভবত মা হতে চলেছেন ছোট রাজবধূ মেগান মার্কেল ৷
advertisement

অবশ্য এ নিয়ে রাজপরিবারের তরফে এখনও অফিসিয়ালি জানানো হয়নি কিছুই৷ তবে বাজারে জোর খবর, মেগান মার্কেল নাকি অন্তঃসত্ত্বা ৷

২০১৮-র ১৯ মে লন্ডনের সেন্ট জর্জ চ্যাপেলে বসেছিল রূপকথার সেই বিয়ের আসর ৷ ডায়না ও চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ের পর মেগান হয়েছেন ডাচেস অব সাসেক্স ৷ মার্কিন অভিনেত্রীর জীবন পিছনে ফেলে উঠে এসেছেন রাজপরিবারের উঠোনে ৷ জীবন বদলেছে ৩৬০ ডিগ্রি ৷ নিয়মের বেড়াজালে জীবন এখন অন্য খাতে বইছে ৷ হ্যারি-মেগানের বিয়ের বয়স মাত্র ৩ মাস ৷ শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি কনসিভ করেছেন মেগান ৷ সম্প্রতি মেগানের পোশাক দেখে অনেকেই অনুমান করছেন শীঘ্রই আরও এক রয়্যাল শিশু আসছেন রাজপরিবারে ৷

advertisement

আরও পড়ুন: সন্তানসম্ভবা মেগান! জল্পনা তুঙ্গে বিলেতে

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

কিন্তু এই খবর নিয়ে চরম সতর্কতা অবলম্বন করেছে রাজপরিবার ৷ কারও মুখে টুঁ শব্দটি নেই ৷ এই অবস্থায় খবরকে অত্যধিক গোপন রাখার রাজবাড়ির এই প্রবণতাকে এক হাত নিলেন মেগানের বাবা থমাস মার্কেল ৷ সম্প্রতি ‘দ্য সান’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে থমাস বলেন, রাজপরিবারের আরও অনেক আধুনিক হওয়া উচিৎ ৷ এখনও ওঁরা যদি শোনেন কেউ তাঁদের সম্বন্ধে কিছু বলছে, তখনই ঘরের দরজা-জানলা বন্ধ করে দেন তাঁরা ৷ অথবা কানে চাপা দেন ৷ বাড়ির সমস্ত সদস্যই গোপনীয়তা রক্ষা করতে বাধ্য ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
রাজপরিবারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মেগান মার্কেলের বাবা