রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৬। ইন্দোনেশিয়ার দ্বীপ এলাকা জাভাতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল সিয়ানজুর এলাকা। সেখানকার সরকার জানিয়েছে, আচমকা কম্পণে অনেক বহুতল কেঁপে যায়। অনেক বাড়ি ভেঙে পড়তে শুরু করে। প্রাণভয়ে অনেকে বাড়ি থেকে নেমে রাস্তাতে নেমে আসেন। বেশ কিছু এলাকা উদ্ধারকাজ চালানো হচ্ছে। লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বেড়েই চলছে। সরকারি তরফে এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যু খবর জানানো হয়েছে। আহত কমপক্ষে ৭০০ জন।
advertisement
আরও পড়ুন, 'এভাবে টাকা আটকানো যায় না,' বিরাট অভিযোগ আনলেন ফিরহাদ
শুধু জাভা নয়, জাকার্তাতেও কম্পণ অনুভূত হয়েছে। প্রথমে ১৪ জনের মৃত্যুর খবর ঘোষণা করে সেখানকার সরকার৷ কিন্তু তারপর থেকে মৃত্যুর খবর আরও আসতে থাকে৷ ভূমিকম্পের জেরে প্রচুর বাড়ি ভেঙে পড়তে শুরু করে৷ উদ্ধারকারী দল জানিয়েছে, বেশিরভাগের মৃত্যু হয়েছে বাড়িতে চাপা পড়ে। আরও বেশ কিছু দেহ উদ্ধার হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন, পঞ্চায়েতের আগেই জোর ধাক্কা, তৃণমূলের হাতছাড়া হল ঝালদা পুরসভা!
আহতদের আশেপাশের সবকটি হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। বিষয়টি ঘিরে প্রবল আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা৷ প্রচুর বাড়ি ভেঙে পড়েছে। সেই বাড়ির মধ্যে এখনও অনেক চাপা পড়ে আছে বলে অনুমান করা হচ্ছে। জোরকদমে উদ্ধারকার্য চালাচ্ছে সেখানকার প্রশাসন।