TRENDING:

ব্যাঙ্ককের বাজারে বন্দুুকবাজের এলোপাথাড়ি গুলি, মৃত ৬! থাইল্যান্ড-কম্বো়ডিয়া সংঘাতের জের?

Last Updated:

থাইল‍্যান্ডের রাজধানী ব‍্যাঙ্ককের কাছেই একটি বাজারে প্রকাশ‍্যে আচমকা গুলি ছুঁড়তে থাকে এক ব‍্যাক্তি। ঘটনায় মর্মান্তিক ভাবে নিহত ৬

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: থাইল‍্যান্ডের রাজধানী ব‍্যাঙ্ককের কাছেই একটি বাজারে প্রকাশ‍্যে আচমকা গুলি ছুঁড়তে থাকে এক ব‍্যাক্তি। ঘটনায় মর্মান্তিক ভাবে নিহত ৬। বন্দুকধারী নিজেও নিজের উপর গুলি চালিয়ে নিহত। সোমবার সকালে একটি বাজারে ঘটেছে এই শিউরে ওঠা ঘটনা। ঘটনায় নিহত বাকি ব‍্যক্তিরা ওই বাজারের নিরাপত্তারক্ষী বলেই জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে থাইল‍্যান্ড এবং কম্বোডিয়ার সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সে দেশের তদন্তকারীরা।
ব্যাঙ্ককের বাজারে বন্দুুকবাজের এলোপাথাড়ি গুলি, মৃত ৬! থাইল্যান্ড-কম্বো়ডিয়া সংঘাতের জের?
ব্যাঙ্ককের বাজারে বন্দুুকবাজের এলোপাথাড়ি গুলি, মৃত ৬! থাইল্যান্ড-কম্বো়ডিয়া সংঘাতের জের?
advertisement

সংবাদমাধ‍্যমকে প্রকাশিত একাধিক রিপোর্ট অনুযায়ী, ব‍্যাঙ্কক শহরের চাতুচক জেলার ওর তোর কোর বাজারে। ইতিমধ‍্যেই সোশ‍্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার শিউরে ওঠা বেশ কয়েকটি ভিডিও। ভিডিওতে দেখা গিয়েছে, বন্দুক হাতে বাজারে ঘুরে বেড়াচ্ছেন এক ব‍্যক্তি। অন্য একটি ভিডিও দেখা গিয়েছে, ব‍্যাঙ্ককে গুলি চালানোর ঘটনার পর একটি বাজারে বিশৃঙ্খলা দেখা গিয়েছে।

আরও পড়ুন: ফেসবুকের একটা ছবিতেই…১ বছর আগের চুরির কাণ্ডে ধরা পড়ল চোর! ছবি থেকে কীভাবে কুকীর্তির পর্দাফাঁস? জানলে চমকে যাবেন

advertisement

আরও পড়ুন: ২৪ ঘণ্টা পরেই শক্তিশালী মহালক্ষ্মী রাজযোগ! চন্দ্র-মঙ্গলের মহামিলনে খুলে যাবে ৩ রাশি কপাল, সোনাদানায় ভরবে ঘর

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনার ইতিমধ‍্যেই তদন্ত শুরু করা হয়েছে। যদিও এখনও কে এই বন্দুকধারী ব‍্যক্তি? তার পরিচয় সম্পর্কে এখনও বিশেষ কিছুই জানা যায়নি। পুলিশ তাকে শনাক্ত করার চেষ্টা করছে। প্রসঙ্গত, ইতিমধ‍্যেই যুদ্ধে জড়িয়ে পড়েছে থাইল‍্যান্ড এবং কম্বোডিয়া। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ‍্যাল মিডিয়ায় জানিয়েছেন, সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দুই দেশের প্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
ব্যাঙ্ককের বাজারে বন্দুুকবাজের এলোপাথাড়ি গুলি, মৃত ৬! থাইল্যান্ড-কম্বো়ডিয়া সংঘাতের জের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল