TRENDING:

Salman Rushdie: সলমন রুশদিকে এলোপাথাড়ি কোপ! লেখকের এক চোখ অন্ধ করে দেওয়া হাদি মাতারের সাজা ঘোষণা করল আমেরিকার আদালত

Last Updated:

Salman Rushdie: লেখক সলমন রুশদির উপর হামলার ঘটনায় অভিযুক্ত হাদি মাতারের সাজা ঘোষণা করল আমেরিকার একটি আদালত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লেখক সলমন রুশদির উপর হামলার ঘটনায় অভিযুক্ত হাদি মাতারের সাজা ঘোষণা করল আমেরিকার একটি আদালত। ভারতীয় বংশোদ্ভুত বিশ্ববিখ‍্যাত লেখকের উপর হামলার দোষী সাব‍্যস্ত ২৭ বছর বয়সী হাদি মাতারের ২৫ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা নিউ ইয়র্কের একটি আদালতের।
সলমন রুশদিকে এলোপাথাড়ি কোপ! লেখকের এক চোখ অন্ধ করে দেওয়া হাদি মাতারের সাজা ঘোষণা করল আমেরিকার আদালত    (AP Image)
সলমন রুশদিকে এলোপাথাড়ি কোপ! লেখকের এক চোখ অন্ধ করে দেওয়া হাদি মাতারের সাজা ঘোষণা করল আমেরিকার আদালত (AP Image)
advertisement

২০২২ সালে ব্রিটিশ-আমেরিকান লেখকের উপর প্রাণঘাতী হামলা চালায় হাদি মাতার নামে ওই যুবক। মঞ্চে উঠে লেখককে এলোপাথাড়ি অস্ত্র দিয়ে কোপাতে থাকে। লেখকের মাথা, চোখ, গলা, বুক, পা এবং হাতে ছুরি দিয়ে আঘাত করে হাদি মাতার। ছুরিকাঘাতে মঞ্চেই লুটিয়ে পড়েছিলেন বুকারজয়ী লেখক। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশকিছুদিন ভেন্টিলেশনেও ছিলেন রুশদি।

advertisement

আরও পড়ুন: একগাদা তেল শুষে নয়, লুচি ফুলকো হবে এই কয়েকটি উপায়ে! টিপস মানলেই কম তেলেই দিব‍্যি হবে ভাজা

পরে সুস্থ হলেও নষ্ট হয়ে গিয়েছে তাঁর একটি চোখ। ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর লেখকের একটি হাতও অকেজো। আদালতে মাতারের সাজা ঘোষণার জন‍্য অবশ‍্য সেখানে ফিরে আসেননি সলমন রুশদি। যদিও তিনি একটি বিবৃতিতে জানিয়েছিলেন কীভাবে তাঁর উপর হামলা করা হয়েছিল।

advertisement

আরও পড়ুন: ATM-এ টাকা তুলে ‘Cancel’ বাটন দু’বার চাপলেই কী হয় জানেন? সত‍্যিই কি এতে আটকানো যায় চুরি? ৯৯% লোকজনই ভুল জানেন

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে হঠাৎই একটি ভূতুড়ে বাড়ির খোঁজ মিলল দুর্গাপুর শিল্পাঞ্চলে, ব্যাপারটা কী!
আরও দেখুন

বুকার পুরস্কার বিজয়ী উপন্যাসিক মঞ্চে ছিলেন এবং নিউ ইয়র্কের চৌতাকুয়া ইনস্টিটিউশনে দর্শকদের সামনে বক্তৃতা দিতে যাচ্ছিলেন যখন হামলাকারী তার দিকে ছুটে এসে তাকে আঘাত করে। সাজা ঘোষণার আগে, মাতার আদালতে বাকস্বাধীনতা সম্পর্কে একটি বিবৃতি দিয়েছিলেন, রুশদিকে “মিথ্যাবাদী” বলে অভিহিত করেছিল। বিচারের দ্বিতীয় দিনে, রুশদি প্রথমবারের মতো মাতারের মুখোমুখি হন।জুরির কাছে হামলার ভয়াবহ মুহূর্তগুলি বর্ণনা করেছিলেন তখনই। তিনি আদালতে স্বীকার করেছিলেন যে, তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তিনি মারা যাচ্ছেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Salman Rushdie: সলমন রুশদিকে এলোপাথাড়ি কোপ! লেখকের এক চোখ অন্ধ করে দেওয়া হাদি মাতারের সাজা ঘোষণা করল আমেরিকার আদালত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল