আজকের গল্পটা ব্যারেট পরিবারের। পাঁচজন স্ত্রীকে নিয়ে তার বসবাস। এর সঙ্গে রয়েছে ১১টি সন্তান। মোট ১৭ জন সদস্যের সংসার আর পাঁচটা সাধারণ পরিবারের মতোই।
ওই যুবক জানিয়েছেন, পাঁচ স্ত্রীই দিনরাত সাধারণত সংসারের কাজ করতেই ব্যস্ত থাকেন। সকলেই ওই যুবকের নজর কাড়তে চান। এই ধরনের প্রতিযোগিতা স্বাস্থকর বলেই মনে করেন ওই যুবক।
advertisement
তাঁরা সকলেই ১১ সন্তানকে মানুষ করতে ব্যস্ত থাকেন। স্ত্রীদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে অত্যন্ত খুশি হন।
যুবকের স্ত্রী অনেক সময়েই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতেই দেখা গেছে এক আদুরে মুহূর্ত।
আরও পড়ুন: কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষবিরতিতে রাজি থাইল্যান্ড! আরও একটা যুদ্ধ থামিয়ে কী লিখলেন ট্রাম্প
দীর্ঘদিন যাবত যুবক বাড়িতে ছিলেন না। তাঁকে দেখেই সকলে আনন্দে লাফাতে শুরু করেন। কে আগে যুবককে জড়িয়ে ধরে চুমু খাবেন? তার জন্যেই স্ত্রীদের মধ্যে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। আর বহুদিন বাদে স্বামীকে ফিরে পেয়ে এই স্ত্রীদের উচ্ছাসের ভিডিও নেটপাড়াতে রীতিমত সাড়া ফেলে দেয়। যা দেখে চমকে ওঠে সাধারণ মানুষ।
আরও পড়ুন: ১৬ জনের মৃত্যু, থাইল্যান্ড-কম্বোডিয়া তুমুল লড়াই!ব্যাঙ্কক-ফুকেট বেড়াতে যাওয়া কি নিরাপদ?
এই ভিডিও দেখে একজন লেখেন, ”আমি সত্যি বহুবিবাহ বুঝি না। এটাও তো একধরনের প্রতারণার শামিল। একসঙ্গে কীভাবে এতজনকে ভালবাসা যায়?”
অন্য একজন লিখেছেন, “ভারতে এমন ঘটনা ঘটলে এতক্ষণে ছিঃ ছিঃকার পড়ে যেত।”
আবার অনেকে লিখেছেন, “আজকের দিনে সুখে থাকাটাই মূল বিষয়। কাউকে দুঃখ না দিয়ে সকলের সঙ্গে খুশি থাকলেই হল।”
এমন মিশ্র প্রতিক্রিয়া পেয়ে স্বামীর পক্ষ নিয়েছেন পাঁচ স্ত্রী। তাঁদের দাবি একজনের সঙ্গে সম্পর্কে থেকে প্রতারণা করার থেকে পাঁচজনকে নিয়ে একসঙ্গে সুখে শান্তিতে থাকাই শ্রেয়।