এর অবশ্য আগে বার কয়েক গলায় ব্যাথা অনুভব করেছেন ওই ব্যক্তি৷ তবে সেভাবে পাত্তা দেননি৷ কিন্তু সেইদিনের মদ্যপানে আখারে তার লাভই হল৷ দীর্ঘদিন ধরে তার গলায় বাসা বেধেছিল এক ভয়ঙ্কর টিউমার৷ ডাক্তারি পরিভাষায় যার নাম ফিবরোমা৷ তবে এধরণের টিউমারে ক্যান্সারের আশঙ্কা থাকে না৷ এমনই জানা গিয়েছে৷
advertisement
আরও পড়ুন প্রতিদিন মিলনে লিপ্ত হোন, অফিস মিটিং-এ বসের পরামর্শ! ব্যাপক শোরগোল...
এমনই প্রায় ১৫সেন্টিমিটার লম্বা ও ৪ সেন্টিমিটার চওড়া টিউমার মিলেছে ওই ব্যক্তির গলায়৷ এরফলে খেতে ও গিলতে সমস্যা হত তার৷ কিন্তু কখনও অনুভূত হয়নি যে শরীরের মধ্যে গজাচ্ছে এমন টিউমার৷ তাই তো গলা দিয়ে বেরিয়ে আসা মাংসপিন্ডকে তিনি টিউমার বলে বুঝতেই পারেননি৷
তবে আপাতত চিকিৎসকেরা এই টিউমারটির বিষয় জানাতে পেরে তা শরীর থেকে বাদ দিয়েছেন৷ অস্ত্রপোচারের পর সুস্থও আছেন ওই ব্যক্তি৷