এভাবে নাচতে থাকা এই ব্যক্তির অসাধারন চাল নিয়ে লোকে আরও মজা করছে তাঁকে বিলাওয়াল ভুট্টো ভেবে, কিন্তু আসলে বিলাওয়াল ভুট্টোর মতো দেখতে এই ব্যক্তির নাম মেহরোজ বেগ, যিনি করাচিতে মিডিয়া সায়েন্স নিয়ে পড়াশোনা করেন। আসলে তাঁকে বিলাওয়াল ভুট্টোর মতোই অবিকল এক দেখতে৷
পাকিস্তানি লেখক তারিক ফতেহ, যিনি ভিডিওটি শেয়ার করেছেন এবং এই ভিডিওতে দেখা ব্যক্তিকে বিলাওয়াল ভুট্টো হিসাবে লিখেছেন, ‘'পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো যা করতে পারেন তা করছেন।'’
আরও পড়ুন - বেশ্যাবৃত্তি করে টাকা উপার্জন করেছি! আদালতে দাঁড়িয়ে বোমা বলিউডের সুন্দরী নায়িকার, তোলপাড়
এই ভিডিও ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া ৷
আসল ভিডিওটি শেয়ার করেছে। ভাইরাল এই ভিডিওটি শেয়ার করেছেন ইনায়া খান নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী। এই ভিডিওতে তিনি বিলাওয়ালের মতো দেখতে মেহরোজ নামের এক যুবকের সঙ্গে নাচছেন। ভিডিওর সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, এই নাচের পারফরম্যান্স ইনায়ার বোনের বিয়ের অনুষ্ঠানের।
বিলাওয়াল সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক ফোরামে ভারতের বিরুদ্ধে বিষোদগার করেছেন। গত বছরের ডিসেম্বরে, বিলাওয়াল ভুট্টো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিয়ে বেশ কয়েকটি বিবৃতি দিয়েছিলেন, যার বিরুদ্ধে দেশজুড়ে বিজেপি প্রতিবাদ করেছিল।