মালির ওই তরুণী জানিয়েছেন তাঁর প্রত্যেক সন্তানকে সুস্থ অবস্থায় দেখে তিনি আনন্দিত ও পরিতৃপ্ত। বাবা মা এবং তাঁদের নয় নবজাতককে স্বাগত জানিয়ে বরণ করে নেওয়া হয় মালির রাজধানী বামাকো-র বিমানবন্দরে। সে ছবি সামাজিক মাধ্যমে শেয়ারও করেছেন তিনি।
একসঙ্গে ৯ সন্তানের জন্মদাত্রীর নাম হালিমা সিসে। মালির উত্তর অংশের শহর টিম্বুক্টুর এই বাসিন্দা ২০২১ সালের মে মাসে ৫ কন্যা ও ৪ পুত্রের জন্ম দেন মরক্কোর বন্দর শহর কাসাব্লাঙ্কায়। মালির সরকারের উদ্যোগে তাদের উড়িয়ে আনা হয় কাসাব্ল্যাঙ্কারই এইন বোরজা ক্লিনিকে।
advertisement
আরও পড়ুন : ক্ষমতায় ডিনা বোলুয়ার্তে, প্রথম মহিলা প্রেসিডেন্ট পেল পেরু
সেখানে মা এবং ৯ নবজাতকের শুশ্রূষা করা হয়। তার আগে ২৫ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল। সেখানে ৫ সপ্তাহ তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে থাকেন। ১০ জন ডাক্তার এবং ২৫ জন প্যারামেডিক্স মিলে তাঁর অস্ত্রোপচার করেন। সিজারিয়ান সেকশনে ৯ সন্তানের জন্ম দেন তিনি।
সদ্যোজাতদের ওজন ছিল ৫০০ গ্রাম থেকে ১ কেজির মধ্যে। বিশেষ পরিচর্যার জন্য তাদের মরক্কোর ওই হাসপাতালে ভর্তি রাখা হয়। এর আগে একসঙ্গে সর্বোচ্চ সন্তান জন্ম দেওয়ার স্বীকৃত রেকর্ড ছিল আমেরিকান নাগরিক নাদিয়া সুলেমানের। ২০০৯ সালে ৩৩ বছর বয়সি নাদিয়া একসঙ্গে ৮ সন্তান প্রসব করেছিলেন। তাঁর নাম হয়ে গিয়েছিল অক্টোমাম। এ বার মালির হালিমার নাম হয়েছে নোনুপ্লেটস।