সূত্রের খবর অনুযায়ী, ১৩ বছরের এক কিশোরেরর মৃত্যু কারণ সঠিক সময়ে চিকিত্সার অভাব। মলদ্বীপের ভিলিঙ্গিলি দ্বীপের বাসিন্দা ওই কিশোরের মস্তিস্কে টিউমার হয়েছিল। শনিবার স্ট্রোকও হয়। কিশোরের স্বাস্থ্যের অবস্থার কথা বিবেচনা করে চিকিত্সকরা তাকে মলদ্বিপের রাজধানী মালেতে নিয়ে গিয়ে চিকিত্সার পরামর্শ দেন।
আরও পড়ুন: অদ্ভুত কাণ্ড, আগুন ছাড়াই তৈরি হচ্ছে ধোঁয়া ওঠা কফি! দেখুন সেই ভাইরাল ভিডিও
advertisement
চিকিত্সকের পরামর্শ অনুযায়ী, কিশোরের পরিবারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুল্যান্সের আবেদন জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ভারতের দেওয়া একটি বিমানে ওই কিশোরকে মালেতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভারতের দেওয়া হেলিকপ্টার ব্যবহারে অনীহা প্রকাশ করে মলদ্বীপ সরকার। পরে অসুস্থ ছাত্রকে মালে চিকিত্সা জন্য নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার ১৩ বছরের ওই ছাত্রের মৃত্যু হয়। যদিও হাসপাতালের পক্ষ থেকে মৃত্যুর সঠিক কারণ হিসেবে কিছু জানানো যায়নি। তবে, ছাত্রের পরিবারের দাবি চিকিত্সায় দেরী হওয়াতেই মৃত্যু হয় ছাত্রের। মলদ্বীপ কর্তৃপক্ষ যদিও এয়ার অ্যাম্বুল্যান্সের বন্দোবস্ত করতে দেরি হওয়ার এই কারণ স্বীকার করেনি।