TRENDING:

Maldives: মলদ্বীপের ভারত ‘বিরোধী’ মনোভাব! মাসুল দিতে গিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরের, তুমুল বিতর্ক

Last Updated:

শনিবার মলদ্বীপ সরকারের ‘একগুঁয়ে’ মনোভাবের জেরেই কার্যত বিনা চিকিত্‍সায় মৃত‍্যু হল এক যুবকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মলদ্বীপ: ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ফের খবরে মলদ্বীপ। মলদ্বীপের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শনিবার মলদ্বীপ সরকারের ‘একগুঁয়ে’ মনোভাবের জেরেই কার্যত বিনা চিকিত্‍সায় মৃত‍্যু হল এক কিশোর।
মলদ্বীপের ভারত ‘বিরোধী’ মনোভাব! মাসুল দিতে গিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরের, তুমুল বিতর্ক
মলদ্বীপের ভারত ‘বিরোধী’ মনোভাব! মাসুল দিতে গিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরের, তুমুল বিতর্ক
advertisement

সূত্রের খবর অনুযায়ী, ১৩ বছরের এক কিশোরেরর মৃত‍্যু কারণ সঠিক সময়ে চিকিত্‍সার অভাব। মলদ্বীপের ভিলিঙ্গিলি দ্বীপের বাসিন্দা ওই কিশোরের মস্তিস্কে টিউমার হয়েছিল। শনিবার স্ট্রোকও হয়। কিশোরের স্বাস্থ‍্যের অবস্থার কথা বিবেচনা করে চিকিত্‍সকরা তাকে মলদ্বিপের রাজধানী মালেতে নিয়ে গিয়ে চিকিত্‍সার পরামর্শ দেন।

আরও পড়ুন: অদ্ভুত কাণ্ড, আগুন ছাড়াই তৈরি হচ্ছে ধোঁয়া ওঠা কফি! দেখুন সেই ভাইরাল ভিডিও

advertisement

চিকিত্‍সকের পরামর্শ অনুযায়ী, কিশোরের পরিবারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুল্যান্সের আবেদন জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ভারতের দেওয়া একটি বিমানে ওই কিশোরকে মালেতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভারতের দেওয়া হেলিকপ্টার ব‍্যবহারে অনীহা প্রকাশ করে মলদ্বীপ সরকার। পরে অসুস্থ ছাত্রকে মালে চিকিত্‍সা জন‍্য নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সংবাদমাধ‍্যমের খবর অনুযায়ী, শনিবার ১৩ বছরের ওই ছাত্রের মৃত‍্যু হয়। যদিও হাসপাতালের পক্ষ থেকে মৃত‍্যুর সঠিক কারণ হিসেবে কিছু জানানো যায়নি। তবে, ছাত্রের পরিবারের দাবি চিকিত্‍সায় দেরী হওয়াতেই মৃত‍্যু হয় ছাত্রের। মলদ্বীপ কর্তৃপক্ষ যদিও এয়ার অ্যাম্বুল্যান্সের বন্দোবস্ত করতে দেরি হওয়ার এই কারণ স্বীকার করেনি।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Maldives: মলদ্বীপের ভারত ‘বিরোধী’ মনোভাব! মাসুল দিতে গিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরের, তুমুল বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল