TRENDING:

Lottery News: লটারির টিকিট কেটে বউ ফেলে দিয়েছিলেন আবর্জনায়, এবার স্বামী যা করলেন...

Last Updated:

মহিলা প্রতি সপ্তাহে টিকিট কিনতেন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন: কখনও কখনও ভাগ্য এমন পরিস্থিতি তৈরি করে দেয় যখন সত্যিই আমরা ভাগ্যকে এড়িয়ে চলতে পারি না সেটা বুঝতে পারি৷ অস্ট্রেলিয়ায়  (Australia News) এরকম একটা ঘটনাই ঘটল৷ এক মহিলার সঙ্গে এমন ঘটনা ঘটল যে তিনি এখন থেকে চিরজীবন ভাগ্যের গুরুত্বকে একেবারে মাথায় নিয়েই চলবেন৷ ভদ্রমহিলা নিজের হাতে করে নিজের ভাগ্যকে আবর্জনার স্তূপে ফেলে দিয়েছিলেন৷ কিন্তু তাঁর স্বামী এই টিকিটটা জঞ্জালের স্তূপে পড়ে থাকতে দেখেন৷ সেই ফেলে দেওয়া লটারির টিকিট থেকেই ৭৫ লক্ষ টাকা জিতে যান তিনি৷
Lottery News
Lottery News
advertisement

মহিলার নাম তো জানা নেই, কিন্তু ৫ ডলার এক গোল্ডেন এডিশন টিকিট কেটেছিলেন৷ সংযুক্ত আরব আমিরশাহিতে রিপোর্ট অনুযায়ি একটা আবর্জনা থেকে উদ্ধার করেন কোটি টাকার ভাগ্য৷ কিন্তু মহিলার কোনও আন্দাজও নেই যে কীভাবে তাঁর ভাগ্য ফেলে দিয়েছিলেন৷ কিন্তু মহিলার স্বামী আবর্জনা থেকে সেই টিকিট তুলে নিয়ে যান৷

আরও পড়ুন - Viral News: শেষমেশ অনুষ্কার ব্যবহার করা পুরনো শাড়ি পরে বিয়েবাড়িতে, নেটদুনিয়া তুলকালাম

advertisement

লটারি জিতে ৭৫ লক্ষের পুরস্কার

মহিলাকে লটারির আধিকারিকরা ফোন করে প্রথমবার টিকিটের কথা বলেন তখন তিনি চমকে যান কারণ তাঁর কাছে স্ক্র্যাচ করার মতো কিছু ছিল না৷ কারণ তিনি সেটা আবর্জনায় ফেলে দিয়েছিলেন৷ তখনই তাঁর স্বামী আবর্জনার স্তুপ থেকে বার করে সেই টিকিটটিকে দেখতে বলেছিলেন৷ তখন নম্বর মিলিয়ে দেখা যায় যে মহিলা ৭৫ লক্ষ টাকার পুরস্কার পেয়েছে৷ যা এক লক্ষ ডলার ছিল সেখানের হিসেবের জন্য৷ এটা একটা বড় টাকার পুরস্কার৷

advertisement

মহিলা প্রতি সপ্তাহে টিকিট কিনতেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মহিলার কথা অনুযায়ি তিনি প্রতি সপ্তাহে স্ক্র্যাচ অফ লটারি টিকিট কাটতেন৷ বছরের পর বছর তিনি এভাবে টিকিট কেটে গেছেন৷ তারপরেই এরকম বড় কিছু তাঁর হাতে এসেছে৷ এই দিয়ে তিনি নতুন গাড়ি কিনবেন৷ এর আগেও এখানে এক বয়স্ক ব্যক্তি কোটি টাকার পুরস্কার পেয়ে রাতারাতি বাড়ি বানিয়েছিলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Lottery News: লটারির টিকিট কেটে বউ ফেলে দিয়েছিলেন আবর্জনায়, এবার স্বামী যা করলেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল