মহিলার নাম তো জানা নেই, কিন্তু ৫ ডলার এক গোল্ডেন এডিশন টিকিট কেটেছিলেন৷ সংযুক্ত আরব আমিরশাহিতে রিপোর্ট অনুযায়ি একটা আবর্জনা থেকে উদ্ধার করেন কোটি টাকার ভাগ্য৷ কিন্তু মহিলার কোনও আন্দাজও নেই যে কীভাবে তাঁর ভাগ্য ফেলে দিয়েছিলেন৷ কিন্তু মহিলার স্বামী আবর্জনা থেকে সেই টিকিট তুলে নিয়ে যান৷
আরও পড়ুন - Viral News: শেষমেশ অনুষ্কার ব্যবহার করা পুরনো শাড়ি পরে বিয়েবাড়িতে, নেটদুনিয়া তুলকালাম
advertisement
লটারি জিতে ৭৫ লক্ষের পুরস্কার
মহিলাকে লটারির আধিকারিকরা ফোন করে প্রথমবার টিকিটের কথা বলেন তখন তিনি চমকে যান কারণ তাঁর কাছে স্ক্র্যাচ করার মতো কিছু ছিল না৷ কারণ তিনি সেটা আবর্জনায় ফেলে দিয়েছিলেন৷ তখনই তাঁর স্বামী আবর্জনার স্তুপ থেকে বার করে সেই টিকিটটিকে দেখতে বলেছিলেন৷ তখন নম্বর মিলিয়ে দেখা যায় যে মহিলা ৭৫ লক্ষ টাকার পুরস্কার পেয়েছে৷ যা এক লক্ষ ডলার ছিল সেখানের হিসেবের জন্য৷ এটা একটা বড় টাকার পুরস্কার৷
মহিলা প্রতি সপ্তাহে টিকিট কিনতেন
মহিলার কথা অনুযায়ি তিনি প্রতি সপ্তাহে স্ক্র্যাচ অফ লটারি টিকিট কাটতেন৷ বছরের পর বছর তিনি এভাবে টিকিট কেটে গেছেন৷ তারপরেই এরকম বড় কিছু তাঁর হাতে এসেছে৷ এই দিয়ে তিনি নতুন গাড়ি কিনবেন৷ এর আগেও এখানে এক বয়স্ক ব্যক্তি কোটি টাকার পুরস্কার পেয়ে রাতারাতি বাড়ি বানিয়েছিলেন৷