লন্ডন: শনিবার গভীর রাতে লন্ডনগামী একটি ট্রেনে অন্তত ১০ জন যাত্রীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এই হামলার ঘটনায় কমপক্ষে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রিটিশ পুলিশ ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। এদিকে এই হামলায় জখম হওয়া ১০ জনের মধ্যে ৯ জনের আঘাত প্রাণঘাতী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হয়েছে এক রিপোর্টে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ব্রিটেনের কেমব্রিজশায়ারের হান্টিংডনে।
advertisement
ব্রিটিশ পরিবহন পুলিশ জানিয়েছে, এই হামলার তদন্তে সন্ত্রাসবিরোধী ইউনিট সহায়তা করছে। পুরো ঘটনার পটভূমি ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। ব্রিটিশ পরিবহন পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট ক্রিস কেসি বলেন, ‘আমরা ঘটনার প্রকৃত কারণ জানতে জরুরি তদন্ত চালাচ্ছি। এখনই কিছু অনুমান বা মন্তব্য করা ঠিক হবে না।’
কেমব্রিজশায়ার কাউন্টির পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে তারা খবর পায় উত্তর ইংল্যান্ডের ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসগামী ট্রেনে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। পুলিশ বলেছে, তাদের সশস্ত্র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি থামান এবং দুজনকে আটক করেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, “একজনকে লম্বা ছুরি হাতে এগিয়ে আসতে দেখেছিলাম। চারপাশ রক্তে ভরে যাচ্ছিল। যাত্রীরা আতঙ্কে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন।” অপর আরেকজন জানান, “ট্রেন থামতেই হামলাকারী স্টেশনে নেমে পড়েছিল, কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গেই তাকে কাঁবু করে।”
