TRENDING:

ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পূর্ব-চিন সাগরে ডুবে গেল জাহাজ !

Last Updated:

গন্তব্যে আর পৌঁছনো হল না ৷ পূর্ব চিন সাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে গেল জাহাজটি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Photo Courtesy:The 10th Regional Japan Coast Guard Headquarters via AP
advertisement

#বেজিং: ৪২ জন ক্রু মেম্বার ও প্রায় ৬ হাজার গবাদি পশু নিয়ে নিউজিল্যান্ড থেকে চিন পাড়ি দিয়েছিল একটি জাহাজ ৷ কিন্তু গন্তব্যে আর পৌঁছনো হল না ৷ পূর্ব চিন সাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে গেল জাহাজটি ৷

কর্মীরা প্রত্যেকেই জলে ঝাঁপ দিয়েছিলেন ৷ কিন্তু একজন বাদে বাকিরা প্রত্যেকেই এখনও নিখোঁজ ৷ জাহাজের একজন কর্মীকে খুঁজে পেয়েছে উদ্ধারকারীর দল ৷ রাতের অন্ধকারেই নিখোঁজ কর্মীদের উদ্দেশ্যে খোঁজ চালানোর কাজ শুরু হয় ৷ যদিও এখনও পর্যন্ত একজন ফিলিপিন্সের কর্মীকেই লাইফ জ্যাকেট পরে সমুদ্রের ভাসমান অবস্থায় খুঁজে পেয়েছে জাপানের Navy P-3C surveillance এয়ারক্রাফ্ট ৷ তিনি মাঝ-সমু্দ্রে হাবুডুব খাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ সেই সময়েই জাপানের নৌসেনার উদ্ধারকারী দলের নজরে আসেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১১,৯৪৭ টনের গালফ লাইভস্টক ওয়ান জাহাজটি জাপানের আমামি ওশিমা উপকূলের কাছাকাছি অঞ্চলেই ডুবে যায় ৷ ভয়ঙ্কর টাইফুন ঝড়ের কবলে পড়ে জাহাজটি ৷ দুর্ঘটনা ঘটার অনেক পরে খবর পাওয়া যায় বলে কর্মীদের উদ্ধারকাজ শুরু করতে অনেক দেরি হয়ে যায় ৷ জাহাজটি সংযুক্ত আরব আমিরশাহির ৷ নিউজিল্যান্ডের নেপিয়ার থেকে ৪২ জন ক্রু মেম্বার এবং ৫৮০০টি গবাদি পশু নিয়ে চিনের টাঙ্গশান বন্দরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল ৷ কর্মীদের মধ্যে ৩৮ জন ফিলিপিন্সের, ২ জন নিউজিল্যান্ড এবং ২ জন অস্ট্রেলিয়ার বলে জানা গিয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পূর্ব-চিন সাগরে ডুবে গেল জাহাজ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল