TRENDING:

Pet Dogs Banned in North Korea: কুকুর পোষা যাবে না, পোষ্য সারমেয়দের মাংস যাবে রেস্তোরাঁয়, কিমের নির্মম নির্দেশ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পিয়ংইয়ং: করোনা অতিমারীর জেরে উত্তর কোরিয়ায় (North Korea)ব্যাপক খাদ্য সংকট দেখা দিয়েছে৷ তার ফলে মানুষের মধ্যে ক্ষোভও বাড়ছে৷ আর সেই ক্ষোভ প্রশমনেই এমন নিষ্ঠুর নির্দেশ দিয়েছেন কিম জং উন (Kim Jong-un)৷ এই নির্দেশ দেওয়ার পিছনে অবশ্য যুক্তিও খাড়া করেছেন কিম৷ তাঁর দাবি, বাড়িতে কুকুর পোষা (Pet Dogs Banned in North Korea) আসলে শ্রেণি বৈষম্যেরেই একটি রূপ৷
কিমের কোপে এবার পোষা সারমেয়রা৷
কিমের কোপে এবার পোষা সারমেয়রা৷
advertisement

দ্য মিরর-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কিমের দাবি, সাধারণ মানুষ গবাদি পশু পালন করেন৷ শুধুমাত্র যাঁরা ধনী, তাঁরাই বাড়িতে পোষ্য রাখেন৷ কুকুর পোষাকে পুঁজিবাদ এবং বুর্জোয়া আদর্শের সঙ্গেও তুলনা করেছেন কিম৷

আরও পড়ুন: অনলাইনে অর্ডার করা খাবারে এল মুরগির পায়ের পাতা ভাজা, দেখেই অসুস্থ ক্রেতা!

এই নির্দেশ জারি করার মাধ্যমে উত্তর কোরিয়ায় কুকুর পোষার উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ তবে কুকুর পোষা নিয়ে উত্তর কোরিয়ায় এই বিধিনিষেধ নতুন কিছু নয়৷ ১৯৮০-র দশকেও একাধিকবার এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছিল সেদেশে৷ সাউথ চায়না মর্নিং পোস্ট-এর রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে কিমের দলের প্রতিষ্ঠা দিবসের আগে বাড়ির পোষা কুকুরের লোম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷ আর তা করলে এর বদলে ১৪৮ মার্কিন ডলারের সমান মূল্যের চাল সরকারকে দান করার নির্দেশ দেওয়া হয়েছিল৷

advertisement

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, করোনা অতিমারীর ধাক্কায় উত্তর কোরিয়ার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ৷ চিনের সঙ্গে বাণিজ্যিক লেনদেনও ৯০ শতাংশ কমে গিয়েছে৷ এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার অধিকাংশ পরিবার দিনে একবার খাবারের সংস্থান করতে পারছে বলে সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে দাবি করা হয়েছে৷

এই পরিস্থিতিতে কুকুর পোষাকে বিলাসিতা বলেই মনে করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ শাসক৷ সমাজের নিচুতলার মানুষের সঙ্গে যা অবিচার বলেই মনে করেন তিনি৷

advertisement

আরও পড়ুন: অসাধারণ প্রতিভা এই কুকুরের, ছবি এঁকে উপার্জন করে লাখ লাখ টাকা

জানা গিয়েছে, পোষ্য কুকুরগুলিকে দেশের রাজধানী শহর পিয়ং ইয়াং-এই হত্যা করা হবে৷ আর কিছু কুকুরকে সরকারি চিড়িয়াখানায় পাঠানো হবে৷ বাকিগুলির মাংস ব্যবহার হবে বিভিন্ন রেস্তোরাঁয়৷ কুকুরের মাংস উত্তর কোরিয়ায় অত্যন্ত জনপ্রিয় একটি পদ৷

advertisement

কোন পরিবারগুলির কাছে কুকুর রয়েছে, তা খুঁজে বের করতে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই কুকুর নিধন শুরু হবে৷ নয়তো সেগুলিকে চিড়িয়াখানায় পাঠানো হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রিপোর্টে প্রকাশ, উত্তর কোরিয়ার বহু পরিবারই নিজেদের প্রিয় পোষ্যগুলির এমন নির্মম পরিণতি মেনে নিতে নারাজ৷ পোষা সারমেয়দের ছাড়তেও চায় না তারা৷ কিন্তু উত্তর কোরিয়ায় কিমের নির্দেশই শেষ কথা৷ ফলে এই নির্দেশ না মেনেও উপায় নেই কারও৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Pet Dogs Banned in North Korea: কুকুর পোষা যাবে না, পোষ্য সারমেয়দের মাংস যাবে রেস্তোরাঁয়, কিমের নির্মম নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল