TRENDING:

Kenya Drought : শুকনো জলাশয়ে কাদায় আটকে নিথর দেহ, খরাবিধ্বস্ত কেনিয়ায় জলকষ্টে তিলে তিলে মৃত্যু জিরাফদের

Last Updated:

খরাবিধ্বস্ত কেনিয়ার বীভৎস ছবি (Drought stricken Kenya)৷ মানুষের সঙ্গে পশুপ্রাণীরাও সেখানে মরিয়া একফোঁটা জলের সন্ধানে (Kenya drought takes lives of Giraffes)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : ছ’টি নিথর জিরাফ৷ শুকনো ফুটিফাটা প্রান্তরে তারা চিরঘুমে৷ মৃত্যুতেও ছাড়েনি একে অন্যের সঙ্গ৷ একটা দেহ জড়িয়ে আছে অন্য দেহগুলির সঙ্গে৷ চিত্রসাংবাদিক Ed Ram-এর তোলা এরিয়াল শটে ধরা পড়েছে খরাবিধ্বস্ত কেনিয়ার বীভৎস ছবি (Drought stricken Kenya)৷ মানুষের সঙ্গে পশুপ্রাণীরাও সেখানে মরিয়া একফোঁটা জলের সন্ধানে (Kenya drought takes lives of Giraffes)৷
advertisement

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, এই জিরাফগুলি সাবুলি বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে জলের খোঁজে গিয়েছিল৷ সেখানেই তারা কাদায় আটকে পড়ে শুকনোপ্রায় জলাশয়ে৷ তার পর খাবার ও জলের অভাবে তিলে তিলে মারা পড়ে ওই কাদাজমিতেই৷ পরে উদ্ধার করা হয় তাদের দেহ৷

আরও পড়ুন : আবার কি মৃত্যুমিছিল? আবার কি ধেয়ে আসছে সুনামি? ইন্দোনেশিয়ার ভূমিকম্পে আতঙ্ক

advertisement

অনেক দিন ধরেই খাবার ও জল না পেয়ে দুর্বল হয়ে পড়ছিল চতুষ্পদগুলি৷ আপ্রাণ চেষ্টা করছিল যদি কাছাকাছি কোনও জলাশয়ে পৌঁছন যায়৷ কিন্তু জল তাদের কাছে অধরা থেকেই যায়৷ খাবার না পেয়ে জলশূন্য অবস্থায় মৃত্যুর কোলে তারা ঢলে পড়ে৷ পরে তাদের দেহগুলি সরিয়ে দেওয়া হয় ওয়াজির প্রদেশের এয়রিব গ্রামের প্রান্তে৷ যাতে জলাশয়ের জল দূষিত না হয়, তাই তাদের দেহগুলি সরিয়ে দেওয়া হয় গ্রামের প্রান্তে৷

advertisement

আরও পড়ুন : মেহেন্দি, মেক-আপ সব টিপটপ, প্রতি সপ্তাহে নববধূর সাজে দেখা যায় এই পাক মহিলাকে ! এর পিছনে কারণ কী ?

শুধু বন্যপশুই নয়৷ বিধ্বস্ত কেনিয়ার মানুষও৷ পরিসংখ্যান বলছে, ভয়াবহ খরায় প্রায় ২.১ মিলিয়ন কেনিয়াবাসী এখন খাদ্যহীন৷ দেশের কিছু অংশ থেকে রিপোর্ট এসেছে, গত কয়েক দশকের মধ্যে সবথেকে কম বৃষ্টিপাত হয়েছে সম্প্রতি৷ রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে, মানুষ এবং অন্যান্য প্রাণধারণের ক্ষেত্রে জলের উৎস শুকিয়ে গিয়েছে কেনিয়ায়৷ জলের জন্য সাধারণ মানুষ বাধ্য হচ্ছেন দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে৷ ফলে এই ঘটনা ঘিরে স্থানীয় সম্প্রদায়গুলির মধ্যে অশান্তি বাড়ছে৷ দানা বাঁধছে গোষ্ঠীদ্বন্দ্ব৷

advertisement

আরও পড়ুন : বাংলাদেশে ধরা পড়ল ওমিক্রন, আতঙ্ক ছড়াচ্ছে সর্বত্র !

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

কেনিয়ার এক ওয়েবসাইটের প্রতিবেদনে প্রকাশ, খরায় নিশ্চিহ্ন হতে বসেছে প্রায় ৪ হাজার জিরাফ৷ বুর আলগি জিরাফ অভয়ারণ্যের তরফে ইব্রাহিম আলি জানিয়েছেন, নদীর ধার বরাবর কৃষিক্ষেত্র পরিস্থিতি আরও খারাপ করেছে৷ কারণ এর ফলেই নদীর পথ বন্ধ হয়ে গিয়েছে বন্যপ্রাণীদের কাছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Kenya Drought : শুকনো জলাশয়ে কাদায় আটকে নিথর দেহ, খরাবিধ্বস্ত কেনিয়ায় জলকষ্টে তিলে তিলে মৃত্যু জিরাফদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল