আরও পড়ুন- নেওয়া যাবে একটিই হ্যান্ডব্যাগ, কত ওজনের? ভারতে বিমানযাত্রায় চালু নতুন নিয়ম
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি দ্রুত মাটির দিকে নেমে আসছে, এর পর সেটি কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। ভিডিওতে দেখা যায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ আসছে। এর পর বাতাসে আগুন ও ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। রাশিয়ান বার্তা সংস্থা জানিয়েছে, বিমানটি আজারবাইজান এয়ারলাইন্স দ্বারা পরিচালিত। বিমানটি আজেরবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল। ঘন কুয়াশায় মোড়া ছিল চারিদিক। সেই কুয়াশার জেরেই দুর্ঘটনা ঘটল কি না, তা যদিও পরিষ্কার নয়।
advertisement
আরও পড়ুন- ভয়ঙ্কর দুর্ঘটনা! নির্মীয়মান সেতু থেকে উড়ে এসে খালে পড়ল বাইক, নিহত ২
দুর্ঘটনার বিষয়ে আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে কাজাখ মিডিয়া বলছে, বিমানটিতে ৬২ জন যাত্রী ছিলেন। বিমানে পাঁচজন ক্রু সদস্য ছিলেন। জানা যাচ্ছে, ৪২জন যাত্রী প্রাণ হারিয়েছেন এই ভয়াবহ দুর্ঘটনায়।