TRENDING:

Rat Czar of New York: ফিরে এল হ্যামলিনের বাঁশিওয়ালা! শহর থেকে ইঁদুর তাড়ানোর পারিশ্রমিক ১ কোটি ৪০ লক্ষ টাকা!

Last Updated:

Rat Czar of New York: হাতে সুরেলা বাঁশি না থাকলেও তাঁর কাজ প্রায় ৪০০ বছরের প্রাচীন এই শহরকে মূষিকমুক্ত করা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ ইয়র্ক : রূপকথাও মাঝে মাঝে ফিরে আসে বাস্তবে৷ যেমন নিউইয়র্কে ফিরে এল ‘হ্যামলিনের বাঁশিওয়ালা’৷ হাতে সুরেলা বাঁশি না থাকলেও তাঁর কাজ প্রায় ৪০০ বছরের প্রাচীন এই শহরকে মূষিকমুক্ত করা৷ তাঁর নাম ক্যাথলিন কোরাডি৷ শহরের ইতিহাসে তিনিই প্রথম রডেন্ট মিটিগেশন বিভাগের অধিকর্তার দায়িত্ব পেলেন৷ তাঁকে নিযুক্ত করেছেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস৷
advertisement

শহরের বিভিন্ন সংস্থা, পেস্ট কন্ট্রোল বিভাগের সঙ্গে কথা বলে কাজের গতিপ্রকৃতি ঠিক করবেন ক্যাথলিন৷ আলোচনা করবেন বেসরকারি সংস্থার সঙ্গেও৷ নিউইয়র্ক থেকে ইঁদুর তাড়াতে এ বার বাড়তি ৩.৫ মিলিয়ন ডলার মঞ্জুর করা হয়েছে৷

আরও পড়ুন :  প্রাচীন মূর্তিতে সেফ্টিপিন, সিন্ধু সভ্যতার নকল ষাঁড় ও রাজস্থানি খাবারে রহস্য জমজমাট, একেনবাবু একাই একশো

advertisement

শহরের মেয়র এরিক জানিয়েছেন, ‘‘নিউইয়র্কে জনসাধারণের অন্যতম শত্রু ইঁদুর তাড়াতে সম্প্রতি বহু পদক্ষেপ করা হয়েছে৷ কিন্তু আমাদের মনে হয়েছে একজম নির্দিষ্ট কাউকে প্রয়োজন যিনি শহরের পাঁচটি বরো থেকে ইঁদুর তাড়াতেই মনোনিবেশ করবেন৷ ক্যাথলিন কোরার্ডিকে শহরের প্রথম Rat Czar ঘোষণা করতে পেরে আমি গর্বিত৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!
আরও দেখুন

শহরকে ইঁদুরমুক্ত করে নিউইয়র্কবাসীকে স্বস্তি দিতে পারবেন ক্যাথলিন, এই ধারণায় বিশ্বাসী প্রশাসনিক মহল৷ প্রসঙ্গত ক্যাথলিন বায়োলজিতে স্নাতক হয়েছেন একের্ড কলেজ থেকে৷ তার পর সিটি কলেজ অব নিউ ইয়র্ক থেকে স্নাতকোত্তর করেছেন আরবান সাস্টেনেবিলিটি বিষয়ে৷ শিক্ষকতা দিয়ে কেরিয়ার শুরু করলেও জিরো ওয়েস্ট প্রকল্পেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন৷ ইঁদুর তাড়ানোর দায়িত্বে তাঁর বার্ষিক পারিশ্রমিক ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Rat Czar of New York: ফিরে এল হ্যামলিনের বাঁশিওয়ালা! শহর থেকে ইঁদুর তাড়ানোর পারিশ্রমিক ১ কোটি ৪০ লক্ষ টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল