TRENDING:

Kate Middleton Fighting Cancer: কেট মিডলটন ক্যানসার আক্রান্ত, চলছে চিকিৎসা! অনুপস্থিতি ভেঙে যুবরানি জানালেন নিজেই

Last Updated:

Kate Middleton Fighting Cancer: কেট মিডলটন থেকে প্রিন্সেস ক্যাথরিন হওয়া ওয়েলসের যুবরানি শুক্রবার একটি ভিডিও শেয়ার করেন৷ সেখানেই তিনি এই খবর জানান৷ বলেন, প্রথম বার জানার পর তিনি খুবই ভেঙে পড়েছিলেন৷ কয়েক মাস তাঁদের কাছে ছিল অত্যন্ত কঠিন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন : কিং চার্লস প্রস্টেট ক্যানসারে আক্রান্ত ধরা পড়ার পর ফের দুঃসংবাদ ব্রিটিশ রাজপরিবারে। এ বার প্রিন্সেস অব ওয়েলস জানালেন তিনিও প্রথম পর্যায়ের ক্যানসার চিকি‍ৎসার মধ্যে দিয়ে যাচেছন৷ কেট মিডলটন থেকে প্রিন্সেস ক্যাথরিন হওয়া ওয়েলসের যুবরানি শুক্রবার একটি ভিডিও শেয়ার করেন৷ সেখানেই তিনি এই খবর জানান৷ বলেন, প্রথম বার জানার পর তিনি খুবই ভেঙে পড়েছিলেন৷ কয়েক মাস তাঁদের কাছে ছিল অত্যন্ত কঠিন৷
advertisement

এই দুঃসময়েও সদর্থক বার্তা দিয়েছেন কেট৷ বলেছেন তিনি সুস্থ হচ্ছেন এবং প্রতিদিন মানসিকভাবে শক্ত হচ্ছেন৷ তাঁর ক্যানসার চিকিৎসার বিশদ বিবরণ এখনও প্রকাশিত হয়নি৷ তবে তিনি যে সুস্থ হয়ে উঠবেন সে বিষয়ে আত্মবিশ্বাসী কেনসিংটন প্যালেস৷

কেট জানান জানুয়ারিতে তাঁর পেটে অস্ত্রোপচার হয়৷ তখনও তাঁরা ক্যানসার নিয়ে জানতেন না৷ একাধিক পরীক্ষার পর তাঁর দেহে কর্কট রোগের অস্তিত্ব ধরা পড়ে৷ মেডিক্যাল টিমের পরামর্শে কেমোথেরাপি শুরু হয় কেটের৷ অন্যান্য ক্যানসার রোগীদের প্রতি কেটের বার্তা, ‘হাল ছেড়ো না৷ তোমরা একা নও৷’

advertisement

কেট তথা ক্যাথরিনের আরোগ্য কামনা করে বার্তা দেওয়া হয়েছে হোয়াইট হাউসের তরফে৷ প্রেস সচিব ক্যারেইন জন পিয়ের শুক্রবার সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমরা সকলে এই ভয়ঙ্কর খবরটা শুনেছি৷ ডাচেজ অব কেম্ব্রিজ এবং তাঁর পরিবারের সঙ্গে আমাদের শুভকামনা রয়েছে৷’’

আরও পড়ুন : বাবার অকালমৃত্যুতে পড়াশোনায় ছেদ, সাইকেল সারাইয়ের মেকানিক আজ সফল আইএএস অফিসার

advertisement

পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক জানিয়েছেন ব্রিটেনবাসীর ভালবাসা আছে প্রিন্সেসের পাশে৷ তাঁর বার্তায় সুনক বলেছেন, ‘‘সারা দেশের হয়ে আমি তাঁর সম্পূর্ণ এবং দ্রুত আরোগ্য কামনা করছি৷ তাঁকে আবার সুস্থ ও সক্রিয় অবস্থায় দেখার অপেক্ষায় আছি৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগেই এক বিবৃতিতে জানানো হয়েছিল কেট তাঁর অফিশিয়াল ডিউটিতে ইস্টারের আগে ফিরছেন না৷ প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট এবং প্রিন্স লুইসের মা ৪২ বছর বয়সি কেটের দীর্ঘ অনুপস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছিল৷ উঠে আসে কেটের স্বামী প্রিন্স উইলিয়ামের নতুন প্রেমের সম্ভাবনাও৷ এ বার তাঁর প্রকাশ্য অনুপস্থিতি ঘিরে নীরবতা ভাঙলেন কেট নিজেই৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Kate Middleton Fighting Cancer: কেট মিডলটন ক্যানসার আক্রান্ত, চলছে চিকিৎসা! অনুপস্থিতি ভেঙে যুবরানি জানালেন নিজেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল