কেনসিংটন প্রাসাদ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ডাচেজ অব কেম্ব্রিজ উইন্ডসরেই থেকে গিয়েছেন কারণ প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট এবং প্রিন্স লুইসের প্রথম বার তাদর নতুন স্কুলে যাওয়ার কথা ছিল ৷ প্রসঙ্গত বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ল্যাম্ব্রুক স্কুলে প্রথম বার গিয়েছিল তিন রাজশিশু, প্রিন্স জর্জ, প্রিন্স শার্লট এবং প্রিন্স লুইস ৷ তার আগের দিন সন্তানদের নিয়ে স্কুলে গিয়েছিলেন উইলিয়াম ও কেট ৷ সেই দিনটা ছিল ‘সেটলিং-ইন-ডে’ ৷ প্রধানশিক্ষক জোনাথন পেরির সঙ্গে তাঁদের হাসিমুখে ছবিও প্রকাশিত হয়েছে ৷
advertisement
গত শনিবারই উইন্ডসর প্রাসাদে চার শয়নকক্ষের এডিলেড কটেজে এসেছেন উইলিয়াম ও কেট ৷ কারণ এখান থেকে তাঁদের সন্তানদের নতুন স্কুল খুবই কাছে ৷ দূরত্ব মাত্র ২০ মিনিটের ৷ এই প্রথম বার তিন ভাইবোন একসঙ্গে একই স্কুলে যাবে ৷
আরও পড়ুন : Queen Elizabeth II-র প্রয়াণ, কিং চার্লসের জন্য এবার বদলে যাবে জাতীয় সঙ্গীতও
বৃহস্পতিবার রানির শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করতেই রাজপরিবারের সদস্যরা একে একে বালমোরাল প্রাসাদে উপস্থিত হন ৷ স্ত্রী মেগানকে রেখে প্রিন্স হ্যারি একাই যান ঠাকুমার শেষশয্যায় তাঁর পাশে থাকতে ৷ ডিউক ও ডাচেজ অব সাসেক্সের লন্ডনে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল ৷ সেই পরিকল্পনা তাঁরা বাতিল করেন ৷
আরও পড়ুন : সবচেয়ে বড় প্রশ্ন কে উত্তরাধিকার পাবেন কোহিনুরের
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এ বার ব্রিটিশ রাজ সিংহাসনে বসছেন চার্লস ৷ উইলিয়াম ও কেট পাবেন যথাক্রমে প্রিন্স অব ওয়েলস এবং প্রিন্সেস অব ওয়েলস উপাধি ৷ রানির প্রয়াণের আগে পর্যন্ত তাঁরা ছিলেন ডিউক এবং ডাচেজ অব কেম্ব্রিজ ৷ এত দিন প্রিন্স অব ওয়েলস ছিলেন এলিজাবেথপুত্র চার্লস ৷ তবে তাঁর দ্বিতীয় স্ত্রী ক্যামিলা ‘প্রিন্সেস অব ওয়েলস’ পরিচয় ব্যবহার থেকে বিরত ছিলেন লেডি ডায়ানার প্রতি শ্রদ্ধাবশত ৷ তাই লেডি ডায়ানার পর ব্রিটেনবাসী আবার প্রিন্সেস অব ওয়েলস-কে পাবেন কেটের মধ্যে ৷