জুলাই মাস থেকে শুরু এই লড়াইের যবনিকা পতন হবে সোমবার। সোমবার ব্রিটিশ সময় অনুসারে সকাল সাড়ে এগারোটায় (ভারতীয় সময় বিকেল পাঁচটা) অবশেষে জানা যাবে কার দখলে গেল ১০ নম্বর ডাউনিং স্ট্রিট। সূত্রের খবর, ব্রিটিশ বিদেশমন্ত্রী লিজ ট্রাস অনেকটাই এগিয়ে আছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের থেকে। তবু ময়দান ছাড়তে নারাজ তিনি ।জনসন পদত্যাগের সঙ্গে সঙ্গে দলের অন্দরেই নতুন প্রধানমন্ত্রী খোঁজার প্রক্রিয়া শুরু করে দেয় কনজারভেটিভ পার্টি। রাজনৈতিক মহলের কথায়, প্রথম থেকেই অনেকটা এগিয়ে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের পছন্দের প্রার্থী লিজ ট্রাস।
advertisement
আরও পড়ুন: কানাডায় কুপিয়ে ১০ জনকে হত্যা, আহত অন্তত ১৫! দুই হামলকারীকে খুঁজছে পুলিশ
শেষ বেশ কিছু মাস ধরে প্রধানমন্ত্রী পদে দুই পদপ্রার্থীই লাগাতার প্রচার চালিয়েছেন বিভিন্ন বিষয়কে সামনে রেখে।ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে ব্রিটেনের সাধরণ মানুষের জীবনযাত্রা সংকটের মধ্যে রয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশ ছোঁয়া। একটি সমীক্ষা অনুসারে, লক্ষ লক্ষ লোক বলছে যে অক্টোবর থেকে বিল ৮০ শতাংশ বাড়বে এবং আরও বাড়বে জানুয়ারি থেকে, তাঁরা বুঝতে পারছে না এই শীতে নিজেরা খাবে না নিজেদের গরম রাখার জন্য হিটার ব্যবহার করবেন।
আরও পড়ুন: 'কষ্টের কি জাত-ধর্ম আছে!' পাশের দেশে ভয়ঙ্কর বন্যায় কেন চুপ বলিউড, প্রশ্ন পাক তারকার
নির্বাচিত হলে, ৪২ বছর বয়সী সুনাক যুক্তরাজ্যের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হিসাবে ইতিহাস তৈরি করবেন অন্যদিকে ৪৭ বছর বয়সী লিজ ট্রাস যদি নির্বাচনে জয়ী হন, তবে টেরেসা মে ও মার্গারেট থ্যাচারের পরে তিনি তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট দখল করবেন । তবে ব্রিটেন যেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, মসনদে যেই বসুক তাঁকে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।