Canada Stabbing: কানাডায় কুপিয়ে ১০ জনকে হত্যা, আহত অন্তত ১৫! দুই হামলকারীকে খুঁজছে পুলিশ

Last Updated:

দুই সন্দেহভাজন হামলাকারীর নাম ড্যামিয়েন এবং মিলস স্যান্ডারসন৷ দু' জনের বয়স যথাক্রমে ৩০ এবং ৩১ বছর৷

দুই সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে কানাডা পুলিশ৷
দুই সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে কানাডা পুলিশ৷
#টরন্টো: কানাডার প্রত্যন্ত অঞ্চলে দু'টি জায়গায় ছুরি দিয়ে হামলার ঘটনায় অন্তত দশ জনের মৃত্যু হল৷ ঘটনার পরই দুই সন্দেহভাজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের তরফে জানানো হয়েছে, কানাডার জেমস ক্রি নেশনের একটি জনগোষ্ঠী এবং ওয়েলডন শহরে এই হামলার ঘটনা ঘটে৷ দশ জনের মৃত্যুর পাশাপাশি অন্তত ১৫ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন৷ আরও অনেকে আহতকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে খবর৷
advertisement
advertisement
দুই সন্দেহভাজন হামলাকারীর নাম ড্যামিয়েন এবং মিলস স্যান্ডারসন৷ দু' জনের বয়স যথাক্রমে ৩০ এবং ৩১ বছর৷ দুই সন্দেহভাজনেরই ছবি প্রকাশ করেছে পুলিশ৷ হামলার পর দু' জনেই একটি কালো গাড়ি করে পালিয়ে যায়৷ গাড়িটিকে ধরতে হাইওয়েতে একাধিক চেক পয়েন্ট তৈরি করে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
জেমস ক্রি নেশন নামে ওই অঞ্চলে প্রায় আড়াই হাজার মানুষের বাস৷ সেখানে জরুির অবস্থা জারি করা হয়েছে৷ এছাড়াও সাসকাচেওয়ান প্রদেশের বাসিন্দাদেরও নিরাপদ স্থানে আশ্রয় নিতে আর্জি জানানো হয়েছে৷ স্থানীয় সময় সকাল ৫.৪০ মিনিট নাগাদ প্রথম হামলার ঘটনা ঘটে৷ এর পর একের পর এক স্থানীয় বাসিন্দার উপরে ছুরি দিয়ে হামলা চালায় দুই সন্দেহভাজন৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Canada Stabbing: কানাডায় কুপিয়ে ১০ জনকে হত্যা, আহত অন্তত ১৫! দুই হামলকারীকে খুঁজছে পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement