বিশ্বজুড়ে চলছে এখন করোনা ত্রাস ৷ এই মারণ ভাইরাসের প্রতিষেধক কবে তৈরি হবে ? সবার মনেই এখন চলছে এই প্রশ্ন ৷ এই অবস্থায় গোটা বিশ্বের কাছেই সুখবর এনেছে জনসন অ্যান্ড জনসন ৷ যদিও এই সংস্থা আদতে ওষুধ প্রস্তুতকারক সংস্থা নয়। তা সত্ত্বেও কোভিড-১৯ এর টিকা তৈরির ক্ষেত্রে প্রথম এগিয়ে আসে জনসন অ্যান্ড জনসনই। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভালপমেন্ট অথারিটি এই জন্য এক বিলিয়ান ডলার খরচ করছে ৷
advertisement
এদিকে কোভিড-১৯-এর প্রতিষেধক তৈরিতে উঠে পড়ে লেগেছে চিনও ৷ তারা পরীক্ষায় প্রায় সফল হয়েছে বলেও দাবি সেদেশের গবেষকদের ৷ চিনের ইউহানে এই পরীক্ষা সফল হলে তারা অন্যান্য দেশেও করোনা ভ্যাকসিন তৈরির গবেষনা চালাবে বলে জানিয়েছেন চিনের গবেষকরা ৷ গত ১৬ মার্চ ইউহানে ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষা শুরু হয়েছে। এপ্রিলে তার ফলাফল হাতে আসার কথা।