বিয়ের দিন জেনিফারের পরনে ছিল ভেরা ওয়াং-এর ফুল স্লিভ গাউন ৷ সঙ্গে লম্বা ওড়না বা ভেল ৷ সূক্ষ্ম সূচিশিল্পে বোনা গাউনের সঙ্গে জেনিফার পরেছিলেন হাল্কা ছিমাম গয়না ৷ নায়েল পরেছিলেন কালো টাক্সেডো, সাদা শার্ট এবং একটি বো-টাই ৷ ১৪২ একর জমি জুড়ে বিস্তৃত গেটসদের এস্টেটে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ৩০০ জন অতিথি অভ্যাগত ৷
advertisement
যদিও মেয়ের বিয়ের কিছু মাস আগে, চলতি বছরের অগস্টেই আলাদা হয়ে গিয়েছেন বিল ও মেলিন্ডা ৷ খাতায় কলমে ভেঙে গিয়েছে তাঁদের ২৭ বছরের দাম্পত্য ৷ তার আগে মে মাসেই তাঁরা ডিভোর্সের সিদ্ধান্ত ঘোষণা করেন ৷ তবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের উপর থেকে তাঁদের দৃষ্টি যে সরছে না, সেকথাও জানাতো ভোলেননি তাঁরা ৷ বিল ও মেলিন্ডা ছাড়া আর একজন যে ট্রাস্টি ছিলেন, সেই ওয়ারেন বাফেও জুন মাসে ফাউন্ডেশনের বোর্ড থেকে সরে দাঁড়ান ৷ শোনা যাচ্ছে, দু’ বছরের মধ্যে মেলিন্ডাও সরে যাবেন যদি তিনি এবং বিল গেটস একসঙ্গে কাজ করতে না পারেন৷
আরও পড়ুন : শীতঘুমের কিলবিল প্রস্তুতি, বাড়িতে প্রায় ১০০ বিষধর র্যাটেলস্নেক খুঁজে পেলেন মহিলা! দেখুন
বিল ও মেলিন্ডার ছোট মেয়ে ফোয়েবির বয়স ১৯ বছর ৷ তাঁদের ছেলে রোরি ২২ বছর বয়সি তরুণ ৷ ভাইবোনদের মধ্যে সবথেকে বড় জেনিফারের বয়স ২৫ বছর ৷ তিনি নিজেও একজন ইক্যুয়েস্ট্রিয়ান ৷ বেশ কয়েক বছর ধরেই তিনি এবং নায়েল একসঙ্গে আছেন ৷ তাঁদের রাজকীয় বিয়ের ছবি বজিমাত করেছে সামাজিক মাধ্যমে ৷ মেয়ের বিয়ে নিয়ে উচ্ছ্বসিত বিল গেটস ৷ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘ তোমাকে বিয়ের দিনে আনন্দে পরিপূর্ণ দেখে আমি যে কত খুশি, সে কথা ভাষায় প্রকাশ করা অসম্ভব ৷ তোমাদের দু’জনের জন্যই আমি গর্বিত’৷
আরও পড়ুন : ডেড সি-র দুর্দশা তুলে ধরতে নগ্ন হয়ে ছবি তুললেন ২০০ নারী-পুরুষ !
মেলিন্ডা গেটস তাঁর বার্তায় জেনিফার ও নায়লকে উল্লেখ করে লিখেছেন, ‘‘এই আলো এবং আনন্দ উদযাপন করার আনন্দই আলাদা ৷’’ নববিবাহিত জেনিফারের প্রতিক্রিয়া অবশ্য সংক্ষিপ্ত ৷ তিনি লিখেছেন, ‘আমার পৃথিবী’৷