TRENDING:

Nobel peace prize 2024: কোনও ব্যক্তি নয়, ২০২৪ সালের নোবেল পুরস্কার পেল জাপানের এক সংগঠন! কেন?

Last Updated:

পারমাণবিক বোমা হামলার প্রত্যক্ষদর্শীরাই হিবাকুসা নামে এই সংগঠনের মাধ্যমে গোটা বিশ্বে এই মারণ অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে প্রচার করে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পেল জাপানি সংগঠন নিহন হিদানক্যো৷ এ দিন নোবেল কমিটির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে৷৷
এ বছরের নোবেল শান্তি পরস্কার পেল জাপানি সংগঠন নিহন হিদানক্যো৷
এ বছরের নোবেল শান্তি পরস্কার পেল জাপানি সংগঠন নিহন হিদানক্যো৷
advertisement

জাপানের হিরোসিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পরেও যাঁরা প্রাণে বেঁচে গিয়েছিলেন, মূলত তাঁরাই পৃথিবী জুড়ে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের বিরুদ্ধে এই আন্দোলন গড়ে তোলেন৷ তৈরি হয় নিহন হিদানক্যো নামে এই সংগঠন৷ জাপানে এই সংগঠন হিবাকুসা নামেও পরিচিত৷ গোটা বিশ্বে পারমাণবিক অস্ত্র ব্যবহার বন্ধ করার লক্ষ্যেই কাজ করে এই সংগঠন৷

advertisement

২০২৪ সালের শান্তি পুরস্কার প্রাপক হিসেবে জাপানি এই সংগঠনের নাম ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি বিবৃতিতে জানিয়েছে, হিবাকুসা পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার যে চেষ্টা করে চলেছে, তারই স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পাচ্ছে৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান দিয়ে তারা বিশ্বের সামনে তুলে ধরছে, কেন পারমাণবিক অস্ত্রের ব্যবহার বন্ধ হওয়া উচিত৷

advertisement

পারমাণবিক বোমা হামলার প্রত্যক্ষদর্শীরাই হিবাকুসা নামে এই সংগঠনের মাধ্যমে গোটা বিশ্বে এই মারণ অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে প্রচার করে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিবৃতিতে নোবেল কমিটি আরও জানিয়েছে, পারমাণবিক অস্ত্রের ব্যবহারে যে অবর্ণনীয় এবং অকল্পনীয় পরিস্থিতি তৈরি হয় এবং অপূরণীয় যন্ত্রণার মুখোমুখি হতে হয়, তার একটা আন্দাজ হিবাসুখা দিতে পেরেছে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Nobel peace prize 2024: কোনও ব্যক্তি নয়, ২০২৪ সালের নোবেল পুরস্কার পেল জাপানের এক সংগঠন! কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল