শনিবার রাতে বেসিস্টাস স্টেডিয়ামে স্থানীয় একটি ফুটবল ম্যাচ উপলক্ষে হাজারখানেক মানুষ জমায়েত হয়েছিলেন ৷ ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফুটবল স্টেডিয়ামের বাইরে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা ৷ দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে স্টেডিয়ামের কাছের পার্কে ৷ সম্ভবত এই বিস্ফোরণে জঙ্গিরা আত্মঘাতী বোমা ব্যবহার করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷
তুরস্কের রাষ্ট্রপতি তায়েপ এরড্রোগান জানিয়েছেন, স্টেডিয়ামে ইস্তানবুল বেসিস্টাসের ফুটবল টিমের ড্রেসিংরুমের খুব কাছে ভোডাফোন এরিনার বাইরে বিস্ফোরণটি ঘটে ৷ জঙ্গিদের লক্ষ্য ছিল পুলিশকর্মী ও সাধারণ মানুষ ৷ সবথেকে বেশি ক্ষতি করার উদ্দেশ্যেই ম্যাচ শেষ হওয়ার কয়েক মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা ৷ আরেকটি বোমার মাধ্যমে পুলিশকর্মীদের বাস উড়িয়ে দেওয়ার ছক ছিল সন্ত্রাসবাদীদের ৷
advertisement
বোমার আঘাতের তীব্রতায় মুহূর্তের মধ্যে ফুটবল স্টেডিয়াম বদলে যায় শ্মশানে ৷ রক্ত-ধোঁয়া, পোড়া গন্ধে আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন সাধারণ মানুষ ৷
সপ্তাহ শেষে আতঙ্কের পরিবেশ ইস্তানবুলে ৷ এই গোটা বছর ধরে একের পর এক নাশকতার সাক্ষী থেকেছে তুরস্ক ৷ বেশিরভাগ জঙ্গি হামলা ঘটিয়েছে আইএস, বাকিগুলির দায় স্বীকার করেছে কুর্দিশ জঙ্গিরা ৷
এত মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় প্রবল ক্রুদ্ধ প্রেসিডেন্ট কড়া ভাষায় এই ঘটনাটার নিন্দা করেছেন ৷ একইসঙ্গে সন্ত্রাসবাদীদের রেয়াত করা হবে না বলে ইঙ্গিত দিয়েছে তুরস্ক সরকার ৷