TRENDING:

Narendra Modi meets Naftali Bennett: 'আমার দলে যোগ দিন!' বিদেশে প্রস্তাব পেলেন নরেন্দ্র মোদি, কে দিলেন?

Last Updated:

গত জুন মাসে বেঞ্জামিন নেতানেয়াহুকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন বেনেট৷ তার পর এই প্রথম বার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হল (Narendra Modi meets Naftali Bennett)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গ্লাসগো: ইজরায়েলে তিনি দারুণ জনপ্রিয়৷ তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর রাজনৈতিক দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট (Narendra Modi meets Naftali Bennett)৷ গ্লাসগোয় জলবায়ু শীর্ষ সম্মেলনের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে হাল্কা মেজাজে এই প্রস্তাব দেন ইজরায়েলি প্রধানমন্ত্রী৷
গ্লাসগোয় নরেন্দ্র মোদি৷
গ্লাসগোয় নরেন্দ্র মোদি৷
advertisement

দুই নেতার কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে৷ সেখানেই ইজারায়েলের (India Israel Relationship) প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, 'আপনি ইজরায়েলের সবথেকে জনপ্রিয় মানুষ৷ আমার দলে এসে যোগ দিন৷' ইজারায়েলি প্রধানমন্ত্রীর এই বার্তা শুনেই হাসিতে ফেটে পড়েন নরেন্দ্র মোদি (Narendra Modi)৷

আরও পড়ুন:  লক্ষ্য ২০৭০, পঞ্চামৃতের কথা বলে জলবায়ু শীর্ষ সম্মেলনে বড় ঘোষণা মোদির

advertisement

গত জুন মাসে বেঞ্জামিন নেতানেয়াহুকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন বেনেট৷ তার পর এই প্রথম বার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হল৷

এ দিনের বৈঠকে দুই নেতাই ভারত- ইজরায়েল পারস্পরিক সম্পর্ক এবং উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধির উপরে জোর দেন৷ সোমবারও জলবায়ু শীর্ষ সম্মেলন চলাকালীন মোদি ও বেনেটের মধ্যে অল্প কথা হয়৷ সেই আলোচনার কথা উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, ভারতীয়রা ইজরায়েলের সঙ্গে বন্ধুত্বকে খুবই মূল্যবান বলে মনে করে৷

advertisement

প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়, 'ইজরায়েলের সঙ্গে বন্ধুত্ব আরও দৃঢ় হল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নাফতালি বেনেটের মধ্যে গ্লাসগোয় ফলপ্রসূ বৈঠক হয়েছে৷ দুই দেশের নাগরিকদের স্বার্থে কীভাবে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা যায়, দুই নেতাই সে বিষয়ে আলোচনা করেছেন৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

আগামী বছরই ভারত এবং ইজরায়েলের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তিরিশ বছরে পা দেবে৷ এই উপলক্ষে বেনেটকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছেন নরেন্দ্র মোদি৷ ইজরায়েলের প্রধানমন্ত্রীও জানান, ভারত এবং ইজরায়েলের মধ্যে সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতে নয়, অন্তর থেকে স্থাপিত৷ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদিকে আর্জি জানান বেনেট৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Narendra Modi meets Naftali Bennett: 'আমার দলে যোগ দিন!' বিদেশে প্রস্তাব পেলেন নরেন্দ্র মোদি, কে দিলেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল