TRENDING:

Israel Palestine conflict: খাবারের আশায় জড়ো হওয়া ভিড়ে নির্বিচারে গুলি ইজরায়েলি সেনার! গাজায় হত শতাধিক, আহত অন্তত ৭০০

Last Updated:

বৃহস্পতিবার ফের একবার এমনই নৃশংসতার সাক্ষী থাকল গাজা৷ অভিযোগ, ত্রাণ নিতে জড়ো হওয়া অসহায় প্যালেস্তানীয় নাগরিকদের উপর গুলিবৃষ্টি করে ইজরায়েলি সেনা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গাজা: ত্রাণ নিতে জড়ো হয়েছিলেন শয়ে শয়ে ক্ষুধার্ত মানুষ৷ হঠাৎই তাঁদের লক্ষ্য করে শুরু হল নির্বিচারে গুলিবৃষ্টি৷ মৃত্যু হল শতাধিক জনের৷ আহতের সংখ্যা সাতশোরও বেশি৷
advertisement

বৃহস্পতিবার ফের একবার এমনই নৃশংসতার সাক্ষী থাকল গাজা৷ অভিযোগ, ত্রাণ নিতে জড়ো হওয়া অসহায় প্যালেস্তানীয় নাগরিকদের উপর গুলিবৃষ্টি করে ইজরায়েলি সেনা৷ এই ঘটনায় ১০৪ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে প্যালস্তাইন৷

আরও পড়ুন: শনিবার থেকে শিয়ালদহে বাতিল আপ ডাউন অধিকাংশ লোকাল, দু’ দিন বিরাট হয়রানির আশঙ্কা

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার গাজার প্রাণকেন্দ্রে একটি জায়গায় ত্রাণ নিয়ে পৌঁছয় বেশ কিছু ট্রাক৷ খাবার এবং ত্রাণ পাওয়ার আশায় সেই ট্রাকগুলির দিকে ছুটে যান শয়ে শয়ে প্যালেস্তানীয়৷ কিন্তু কোনওভাবে ট্রাকগুলি ওই এলাকায় মোতায়েন করা ইজরায়েলি সেনার বেশি কিছু ট্যাঙ্কের সামনে চলে যায়৷ ফলে মানুষের ভি়ড়ও সেদিকে ছুটে যায়৷ তখনই গুলি চালাতে শুরু করে ইজরায়েলি সেনা৷ খাবারের আশায় ছুটে এসেছিলেন যাঁরা, গুলিবিদ্ধ হয়ে তাঁরাই রাস্তায় লুটিয়ে পড়েন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

ইজরায়েলি সেনা অবশ্য দাবি করেছে, প্যালেস্তানীয় জনতা এমন ভাবে তাঁদের ট্যাঙ্কের দিকে ছুটে আসে তাতে মনে হয়েছিল যে ইজরায়েলি সেনার উপরে হামলা হতে পারে৷ আত্মরক্ষার্থেই তাই গুলি চালাতে বাধ্য হয় সেনাবাহিনী৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel Palestine conflict: খাবারের আশায় জড়ো হওয়া ভিড়ে নির্বিচারে গুলি ইজরায়েলি সেনার! গাজায় হত শতাধিক, আহত অন্তত ৭০০
Open in App
হোম
খবর
ফটো
লোকাল