TRENDING:

Israel Strike Hezbollah: প্রতি সেকেন্ডে বাড়ছে মৃতের সংখ্যা, লেবাননে মৃত ৪৯২, আহত হাজারেরও বেশি

Last Updated:

Israel Strike Hezbollah: প্রতি সেকেন্ডে বাড়ছে মৃতের সংখ্যা, লেবাননে মৃত ৪৯২, আহত হাজারেরও বেশি৷ ইজরায়েলকে পাল্টা হিজবুল্লাহ-এর৷ সামরিক ঘাঁটি ও এয়ারবেসকে টার্গেট করে ২০০ রকেট ছুঁড়ল জঙ্গী গোষ্ঠী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেইরুট: 2006 সালের পর এত বড় আক্রমণ হয়নি! লেবাননে সোমবারই ভয়াবহ এযারস্ট্রাইক করেছে ইজরায়েল। যে ঘটনার জেরে প্রায় 492 জন মারা গিয়েছেন, আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। ইজরায়েলের তরফ থেকে আগেই অবশ্য লেবাননের মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছিল৷ মোবাইলে এক মেসেজে জানানো হয়েছিল, হিজবুল্লাহ-এর বিরুদ্ধে আক্রমণ করবে তারা৷ তাই সেখানকার সাধারণ মানুষ যেন আগেই থেকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যান৷ না হলে মরতে হবে৷
Israel Strike Hezbollah: প্রতি সেকেন্ডে বাড়ছে মৃতের সংখ্যা, লেবাননে মৃত ৪৯২, আহত হাজারেরও বেশি
Israel Strike Hezbollah: প্রতি সেকেন্ডে বাড়ছে মৃতের সংখ্যা, লেবাননে মৃত ৪৯২, আহত হাজারেরও বেশি
advertisement

আরও পড়ুন : লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ! লেবাননে নতুন করে হামলা ইজরায়েলের

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মারা যাওয়া সাধারণ মানুষের মধ্যে ৩৫ জন শিশু এবং ৫৮ জন মহিলা আছেন৷ আহতের সংখ্যা হাজার বলা হলেও আশঙ্কা করা হচ্ছে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে৷

লেবানন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ভয়াবহ আক্রমণের আগে দেশের প্রায় ৮০ হাজার মানুষকে মেসেজে বার্তা দিয়ে রেখেছিল ইজরায়েল৷ তবে এক তরফা ইজরায়েলই যে আক্রমণ চালিয়েছে তা নয়৷ হিজবুল্লাহ-এর তরফ থেকেও পাল্টা আক্রমণ করার খবর প্রকাশ্যে৷ জানা গিয়েছে, উত্তর ইজরায়েলের বিভিন্ন এয়ারবেসকে টার্গেট করে প্রায় ২০০ রকেট ছুঁড়েছে এই জঙ্গী গোষ্ঠী৷ হাইফা, আফুলা, নাজারেথ-এর মতো শহরগুলি রয়েছে তালিকায়৷

advertisement

আরও পড়ুন : জাপানে ৫.৬ মাত্রায় ভূমিকম্প! আরও বড় বিপর্যয় ঘটতে পারে, সুনামির সতর্কতা জারি

কিন্তু সাধারণ মানুষের উপর আক্রমণ কেন? ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এর উত্তর দিয়েছেন৷ এক ভিডিয়োয় তিনি জানিয়েছেন, কী ভাবে হিজবুল্লাহ সাধারণ মানুষের ঘরে অস্ত্র লুকিয়ে রেখেছে এবং কীভাবে সাধারণ মানুষকে হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করছে৷ এখানেই শেষ নয়৷ সাধারণ মানুষকে ইজরায়েলের ঘর ছাড়ার বার্তাকেও গুরুত্ব দেয়নি তারা৷ বরং লেবাননের বাসিন্দাদের নিজেদের ঘরেই থাকার হুমকি দিয়ে গিয়েছে হিজবুল্লাহ-এর সদস্যরা৷

advertisement

ইজরায়েলের আক্রমণ, পাল্টা তাদের উত্তর দিতে বিশেষ পন্থা নিয়েছে লেবাননের জঙ্গী গোষ্ঠী৷ এই যুদ্ধের শেষ কবে? ইজরায়েলের সামরীক বাহিনীর মুখপাত্র যা বললেন, তাতে একটা ব্যাপার পরিষ্কার, শান্তি ফিরতে দেরি আছে৷ তিনি জানিয়েছেন, ইজরায়েল এবং লেবাননের বর্ডার থেকে হিজবুল্লাহ-দের সরাতে যতদূর পর্যন্ত যেতে হয় যাবে ইজরায়েল৷

উত্তর ইজরায়েলের বিভিন্ন সামরিক এয়ারবেসে হিজবুল্লাহ-এর আক্রমণের প্রসঙ্গও আপাতত প্রকাশ্যে৷ সোমবার সেগুলি টার্গেট করে দুশোরও বেশি রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ৷ ইজরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, লেবাননের জঙ্গীগোষ্ঠীর কাছে দেড় লাখেরও বেশি রকেট ও মিসাইল রয়েছে৷ রয়েছে এমন কিছু ভয়ঙ্কর মিসাইল যা দিয়ে ইজরায়েলের যে কোনও জায়গা ধ্বংস করে দিতে পারে তারা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

হাগারি আরও জানিয়েছেন, সোমবারের আক্রমণের পর আর লেবাননের উপর ইজরায়েল আক্রমণ করবে না এমন কোনও ব্যাপার নেই৷ সোমবারের এয়ারস্ট্রাইকে হিজবুল্লাহ-এর বড় ক্ষতি হয়েছে বলে মনে করছেন তিনি৷ সঙ্গে এটাও জানিয়েছেন, জঙ্গীগোষ্ঠীকে পুরোপুরি কোনঠাসা করে খতম করতে এবার লেবাননে সেনা প্রবেশও ঘটাতে পারে ইজরায়েল৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel Strike Hezbollah: প্রতি সেকেন্ডে বাড়ছে মৃতের সংখ্যা, লেবাননে মৃত ৪৯২, আহত হাজারেরও বেশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল