আরও পড়ুন : লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ! লেবাননে নতুন করে হামলা ইজরায়েলের
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মারা যাওয়া সাধারণ মানুষের মধ্যে ৩৫ জন শিশু এবং ৫৮ জন মহিলা আছেন৷ আহতের সংখ্যা হাজার বলা হলেও আশঙ্কা করা হচ্ছে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে৷
লেবানন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ভয়াবহ আক্রমণের আগে দেশের প্রায় ৮০ হাজার মানুষকে মেসেজে বার্তা দিয়ে রেখেছিল ইজরায়েল৷ তবে এক তরফা ইজরায়েলই যে আক্রমণ চালিয়েছে তা নয়৷ হিজবুল্লাহ-এর তরফ থেকেও পাল্টা আক্রমণ করার খবর প্রকাশ্যে৷ জানা গিয়েছে, উত্তর ইজরায়েলের বিভিন্ন এয়ারবেসকে টার্গেট করে প্রায় ২০০ রকেট ছুঁড়েছে এই জঙ্গী গোষ্ঠী৷ হাইফা, আফুলা, নাজারেথ-এর মতো শহরগুলি রয়েছে তালিকায়৷
advertisement
আরও পড়ুন : জাপানে ৫.৬ মাত্রায় ভূমিকম্প! আরও বড় বিপর্যয় ঘটতে পারে, সুনামির সতর্কতা জারি
কিন্তু সাধারণ মানুষের উপর আক্রমণ কেন? ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এর উত্তর দিয়েছেন৷ এক ভিডিয়োয় তিনি জানিয়েছেন, কী ভাবে হিজবুল্লাহ সাধারণ মানুষের ঘরে অস্ত্র লুকিয়ে রেখেছে এবং কীভাবে সাধারণ মানুষকে হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করছে৷ এখানেই শেষ নয়৷ সাধারণ মানুষকে ইজরায়েলের ঘর ছাড়ার বার্তাকেও গুরুত্ব দেয়নি তারা৷ বরং লেবাননের বাসিন্দাদের নিজেদের ঘরেই থাকার হুমকি দিয়ে গিয়েছে হিজবুল্লাহ-এর সদস্যরা৷
ইজরায়েলের আক্রমণ, পাল্টা তাদের উত্তর দিতে বিশেষ পন্থা নিয়েছে লেবাননের জঙ্গী গোষ্ঠী৷ এই যুদ্ধের শেষ কবে? ইজরায়েলের সামরীক বাহিনীর মুখপাত্র যা বললেন, তাতে একটা ব্যাপার পরিষ্কার, শান্তি ফিরতে দেরি আছে৷ তিনি জানিয়েছেন, ইজরায়েল এবং লেবাননের বর্ডার থেকে হিজবুল্লাহ-দের সরাতে যতদূর পর্যন্ত যেতে হয় যাবে ইজরায়েল৷
উত্তর ইজরায়েলের বিভিন্ন সামরিক এয়ারবেসে হিজবুল্লাহ-এর আক্রমণের প্রসঙ্গও আপাতত প্রকাশ্যে৷ সোমবার সেগুলি টার্গেট করে দুশোরও বেশি রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ৷ ইজরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, লেবাননের জঙ্গীগোষ্ঠীর কাছে দেড় লাখেরও বেশি রকেট ও মিসাইল রয়েছে৷ রয়েছে এমন কিছু ভয়ঙ্কর মিসাইল যা দিয়ে ইজরায়েলের যে কোনও জায়গা ধ্বংস করে দিতে পারে তারা৷
হাগারি আরও জানিয়েছেন, সোমবারের আক্রমণের পর আর লেবাননের উপর ইজরায়েল আক্রমণ করবে না এমন কোনও ব্যাপার নেই৷ সোমবারের এয়ারস্ট্রাইকে হিজবুল্লাহ-এর বড় ক্ষতি হয়েছে বলে মনে করছেন তিনি৷ সঙ্গে এটাও জানিয়েছেন, জঙ্গীগোষ্ঠীকে পুরোপুরি কোনঠাসা করে খতম করতে এবার লেবাননে সেনা প্রবেশও ঘটাতে পারে ইজরায়েল৷