সোমবার (৫ মে) রাতে সোশ্যাল মিডিয়া এক্সের এক পোস্টে ইয়েমেন এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইজরায়েলের সেনাবাহিনী। এতে বলা হয়েছে, ইজরায়েলে হামলা চালানোর পালটা পদক্ষেপ হিসেবেই হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের ওই অঞ্চলে হামলা চালানো হয়েছে। খবর জেরুজালেম পোস্টের।
advertisement
জানা গিয়েছে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত ওই অঞ্চলে প্রচুর সংখ্যায় বোমা ফেলা হয় ইজরায়েলের তরফে। মুহুর্তেই ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি বাড়ি ঘর। বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি সিমেন্ট তৈরির কারখানাও। এই হামলায় ১ জনের মৃত্যুর পাশাপাশি ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ অভিযোগ রয়েছে ইয়েমেনের ওই বন্দরটি ব্যবহার করে ইরান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ হয় হুথি বিদ্রোহীদের কাছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2025 9:49 AM IST