ইতিমধ্যেই ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহের৷ ইজরায়েলের সেনাবাহিনী অবশ্য দাবি করেছে, বেক্কা এলাকার যে বহুতলগুলিতে হামলা চালানো হয়েছে, সেখানে অস্ত্র মজুত করে রেখেছিল হিজবুল্লাহ৷
আরও পড়ুন: হিজবুল্লাহর কোমর ভেঙে এবার ইজরায়েলের নিশানায় ইয়েমেনের হুথিরা! ১৮০০ কিলোমিটার পেরিয়ে হামলা
ইজরায়েল অবশ্য জানিয়ে দিয়েছে, মৃত্যুর সংখ্যা যতই বাড়ুক না কেন হিজবুল্লাহর কোমর ভেঙে দিতে লেবাননে হামলা চালিয়ে যাবে তারা৷ তাদের লক্ষ্য, হিজবুল্লাহর যাবতীয় সামিরক পরিকাঠামো ধ্বংস করে দেওয়া৷
advertisement
গত বছর থেকে গাজাকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম লেবাননের রাজধানী বেইরুটে হামলা চালাল ইজরায়েল৷ বেইরুটের একটি আবাসনে ইজরায়েলের হামলায় চার জনের মৃত্যু হয়৷ লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, রবিবার ইজরায়েলের হামলায় ১০৫ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন ৩৫৯ জন৷
গত ৭ অক্টোবর হামাসের হামলার পর পরই ইজরায়েলের উপরে আক্রমণ করে হিজবুল্লাহ৷ এর পরই গাজা যুদ্ধের সূত্রপাত হয়৷ এর পাল্টা ইজরায়েলেও গাজার থেকে নজর সরিয়ে লেবাননে হামলা চালাতে শুরু করে৷ এখনও পর্যন্ত ইজরায়েলের আগ্রাসনের জেরে লেবাননে ২ লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বলে অভিযোগ৷
তবে শুধু লেবানন নয়, রবিবার থেকে ইয়েমেনের হুথি জঙ্গি গোষ্ঠীর উপরেও হামলা চালাতে শুরু করেছে ইজরায়েল৷ হুথিরাও হিজবুল্লাহ এবং হামাসের সঙ্গে গত এক বছর ধরে ইজরায়েলে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ ইজরায়েলি সেনার৷