রবিবার ইব্রাহিম রাইসি হেলিকপ্টারে করে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ঘুরছিলেন। সেই সময় তাঁর হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গিয়েছে ৷ তবে দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি জীবিত না মৃত, সে সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি ইরান সরকারের পক্ষ থেকে ৷
advertisement
আরও পড়ুন– রাশিফল ২০ মে; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
ইরানের সরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইব্রাহিম রাইসি এদিন আজারবাইজান সফরে বেরিয়েছিলেন। তাঁর সঙ্গী ছিলেন ইরানের বিদেশমন্ত্রী। দুর্ঘটনাস্থল আজারবাইজানের সীমান্তবর্তী একটি জায়গা বলে জানা গিয়েছে ৷
তবে ইরানের প্রেসিডেন্টের দুর্ঘটনার খবরে স্বাভাবিক ভাবেই উৎকণ্ঠা বিশ্ব জুড়ে। উদ্ধারকারী দল এখনও চেষ্টা চালাচ্ছে ইরানের প্রেসিডেন্টের কাছে পৌঁছনো। ইরানের সর্বাধিনায়ক খোমেইনি দেশের জনগণকে আশ্বস্ত করেছেন, এবং তিনি প্রেসিডেন্টের ফিরে আসার জন্য প্রার্থনা করছেন।
