ইরানের একটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের বেয়ার শেভাতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত করার পর তিনজন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে সূত্রের খবর। ইরানের তৃতীয় ব্যালিস্টিক মিসাইল হামলার মধ্যে ইজরায়েলের কেন্দ্রীয় এবং দক্ষিণের কিছু এলাকায় সাইরেন বাজছে।
advertisement
এই হামলাগুলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরেই ঘটে, যা আজ সকালে কার্যকর হওয়ার কথা ছিল। সংবাদসংস্থা রয়টার্স দাবি করেছিল, আমেরিকার প্রস্তাব পেয়ে ইরানের নেতৃত্বের সঙ্গে কথা বলে মধ্যস্থতাকারীর ভূমিকা নেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুলরহমান আল থানি৷ তাঁর প্রস্তাবেই রাজি হয় তেহরান৷
ইরানের বিদেশমন্ত্রী আরাঘাছি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এখনও পর্যন্ত সংঘর্ষবিরতি অথবা সামরিক কার্যকলাপ বন্ধ রাখা নিয়ে কোনও চুক্তি হয়নি৷ তবে যদি তেহরানের স্থানীয় সময় ভোর চারটের মধ্যে ইজরায়েল ইরানের মানুষের উপরে বেআইনি আগ্রাসন বন্ধ করে তাহলে আমাদেরও আর প্রত্যাঘাত করার ইচ্ছে নেই৷ সামরিক কার্যকলাপ বন্ধ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে৷’