TRENDING:

Iran-Israel Conflict: ইজরায়েলের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা ! আরও তীব্র মধ্যপ্রাচ্যের যু*দ্ধ, দেখুন ভিডিও

Last Updated:

Iranian Missile Hit Hospital In Israel | Video: ইজরায়েলের এক হাসপাতাল ‘সোরোকা মেডিক্যাল সেন্টার’-এ সরাসরি মিসাইল হামলা চালায় ইরান ৷ সেই হামলার ভিডিও সামনে এসেছে ৷ যা সত্যি ভয়াবহ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Iran-Israel Conflict: সময় যত এগোচ্ছে পশ্চিম এশিয়া ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ৷ ইজরায়েলের দক্ষিণাঞ্চলে হাসপাতাল ‘সোরোকা মেডিক্যাল সেন্টার’-এ বৃহস্পতিবার সরাসরি মিসাইল হামলা চালায় ইরান ৷ সেই হামলার ভিডিও সামনে এসেছে ৷ যা সত্যি ভয়াবহ ৷
ইজরায়েলের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা ! (Photo: X)
ইজরায়েলের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা ! (Photo: X)
advertisement

আজ, বৃহস্পতিবার ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘর্ষের সপ্তম দিন। পশ্চিম এশিয়ার এই সংঘর্ষে কি এ বার ইতি পড়বে, না কি আরও জটিল হয়ে উঠবে পরিস্থিতি? সে দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন, তিনি ইরানের সঙ্গে আলোচনার পথ প্রায় বন্ধ করে দিয়েছেন। তাঁর দাবি, ইরান যোগাযোগ করেছিল আমেরিকার সঙ্গে। কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন, এখন অনেক দেরি হয়ে গিয়েছে। ইরানে হামলার কোনও পরিকল্পনা আমেরিকার রয়েছে কি না, তা নিয়েও স্পষ্ট কোনও মন্তব্য করেননি তিনি। ট্রাম্পের বক্তব্য, “আমি করতেও পারি, আবার না-ও করতে পারি। আমি কী করতে চলেছি, তা কেউই জানে না।”

advertisement

আরও পড়ুন– ‘কোনও রেড ফ্ল্যাগ ছিল না, বিমানের একটা ইঞ্জিন ছিল একদম নতুন, অপরটির সার্ভিস করানো হয়েছিল ২০২৩ সালে…’, দুর্ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন টাটা চেয়ারম্যান চন্দ্রশেখরন

গত ১২ ঘণ্টা ধরে ইরানে ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। ইজরায়েলও ইরানের উপর সাইবার আক্রমণ চালিয়েছিল। এর ফলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে তারা ৬০টি যুদ্ধবিমানের মাধ্যমে তেহরানে আক্রমণ করেছে। ইজরায়েল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাইটকে লক্ষ্যবস্তু করেছে। ২০টিরও বেশি ইরানি সামরিক ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে বলে জানান হয়েছে।

advertisement

আরও পড়ুন- সেই ৫টা ছবি, যা ফ্লপ হওয়ার পর কেরিয়ারই ডুবে গিয়েছিল এই ৫ অভিনেতার ! তাঁদের মধ্যে একজন আবার সুপারস্টার

ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের, সেনাবাহিনীর গোয়েন্দা দফতর এবং বিমানঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে। ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেল আভিভ ও জেরুজালেমে। সব মিলিয়ে যত দিন যাচ্ছে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran-Israel Conflict: ইজরায়েলের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা ! আরও তীব্র মধ্যপ্রাচ্যের যু*দ্ধ, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল