পশু চিকিৎসক ডা. থানু লিম্পাপাট্টানাওয়ানিচ তাঁর এই অভিজ্ঞতা শেয়ার করেছেন ৷ তবে এমন অভিজ্ঞতা যে তাঁর আগে কখনও হয়নি, সেটাও জানিয়েছেন চিকিৎসক ৷ সাই রাক পশু হাসপাতালের চিকিৎসক লিম্পাপাট্টানাওয়ানিচ বলেন, তাঁর কাছে ওই ব্যক্তি একটি আরশোলা নিয়ে এসে বলেন, একে বাঁচাতেই হবে ৷ এর চিকিৎসা হওয়া প্রয়োজন ৷ সঙ্গে সঙ্গেই সেই কাজে রাজি হয়ে যান চিকিৎসক ৷ হাসপাতালে আরশোলাটির পরীক্ষা করে তিনি যা বুঝেছেন, সঠিক সময়ে চিকিৎসা হলে আরশোলাটির বাঁচার সম্ভাবনা ৫০-৫০ ৷ তবে একটি আরশোলার প্রতিও এই দয়া মায়া দেখে ওই ব্যক্তির প্রশংসাই করেছেন চিকিৎসক ৷ তিনি জানান, ‘‘ এটা কোনও হাসির ঘটনা নয় ৷ পৃথিবীতে সব প্রাণই গুরুত্বপূ্র্ণ ৷ জীবজন্তুর প্রতিও সমান ভালোবাসা থাকা দরকার ৷ সবার জীবনই দামি...৷ এমন মানুষ পৃথিবীতে আরও অনেকে আছেন, এমনটাই আশা রাখি আমি ৷ ’’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2021 2:24 PM IST