TRENDING:

Cockroach: প্রায় আধমরা একটা আরশোলাকে বাঁচাতে হাসপাতালে নিয়ে গেলেন এক পথচারী! তারপর ?

Last Updated:

থাইল্যান্ডের পশু চিকিৎসক ডা. থানু লিম্পাপাট্টানাওয়ানিচ তাঁর এই অভিজ্ঞতা শেয়ার করেছেন ৷ তবে এমন অভিজ্ঞতা যে তাঁর আগে কখনও হয়নি, সেটাও জানিয়েছেন চিকিৎসক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যাঙ্কক: রোগীর অবস্থা একেবারে মরো মরো ৷ বাঁচাতে যত তাড়াতাড়ি সম্ভব তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে ৷ ঠিক সেই কাজটাই করলেন পথ চলতি একজন মানুষ ৷ কিন্তু হাসপাতালে ‘রোগী’-কে নিয়ে যাওয়ার পর বোঝা গেল আসল ঘটনাটা ৷ ওই রোগী আসলে একটি আরশোলা ! রাস্তায় প্রায় আধ মরা হয়ে পড়েছিল সেটি৷ কিন্তু ওই অবস্থায় আরশোলাটিকে দেখে আর কিছু না করে থাকতে পারেননি ওই ব্যক্তি ৷ সেটিকে নিজের হাতে করে সোজা তুলে নিয়ে আসেন একটি হাসপাতালে ৷ সেখানে তারপর আরশোলার চিকিৎসাও করা হয় ৷ ঘটনাটি থাইল্যান্ডের ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

পশু চিকিৎসক ডা. থানু লিম্পাপাট্টানাওয়ানিচ তাঁর এই অভিজ্ঞতা শেয়ার করেছেন ৷ তবে এমন অভিজ্ঞতা যে তাঁর আগে কখনও হয়নি, সেটাও জানিয়েছেন চিকিৎসক ৷ সাই রাক পশু হাসপাতালের চিকিৎসক লিম্পাপাট্টানাওয়ানিচ বলেন, তাঁর কাছে ওই ব্যক্তি একটি আরশোলা নিয়ে এসে বলেন, একে বাঁচাতেই হবে ৷ এর চিকিৎসা হওয়া প্রয়োজন ৷ সঙ্গে সঙ্গেই সেই কাজে রাজি হয়ে যান চিকিৎসক ৷  হাসপাতালে আরশোলাটির পরীক্ষা করে তিনি যা বুঝেছেন, সঠিক সময়ে চিকিৎসা হলে আরশোলাটির বাঁচার সম্ভাবনা ৫০-৫০ ৷ তবে একটি আরশোলার প্রতিও এই দয়া মায়া দেখে ওই ব্যক্তির প্রশংসাই করেছেন চিকিৎসক ৷ তিনি জানান, ‘‘ এটা কোনও হাসির ঘটনা নয় ৷ পৃথিবীতে সব প্রাণই গুরুত্বপূ্র্ণ ৷ জীবজন্তুর প্রতিও সমান ভালোবাসা থাকা দরকার ৷ সবার জীবনই দামি...৷ এমন মানুষ পৃথিবীতে আরও অনেকে আছেন, এমনটাই আশা রাখি আমি ৷ ’’

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Cockroach: প্রায় আধমরা একটা আরশোলাকে বাঁচাতে হাসপাতালে নিয়ে গেলেন এক পথচারী! তারপর ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল