নিউইয়র্ক: ভয়াবহ ঘটনা! মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এক ভারতীয় বংশোদ্ভূত পরিবারের চার প্রবীণ সদস্য রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন। ৮০-র দশকে পা দেওয়া এই চারজন – ডঃ কিশোর দিবান (৮৯), আশা দিবান (৮৫), শৈলেশ দিবান (৮৬) ও গীতা দিবান (৮৪) – গত ২৯ জুলাই থেকে নিরুদ্দেশ। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে স্থানীয় প্রশাসন।
advertisement
জানা গিয়েছে, গত ২৯ জুলাই ওই পরিবারটি বাফেলো থেকে পিটসবার্গ ও ওয়েস্ট ভার্জিনিয়ার দিকে হালকা সবুজ টয়োটা ক্যামরি গাড়িতে যাচ্ছিলেন। গন্তব্য ছিল মার্শাল কাউন্টির প্রসিদ্ধ “প্যালেস অফ গোল্ড”। কিন্তু ৩১ জুলাই শেষবারের মতো তাদের সঙ্গে ফোনে কথা হয়েছিল পরিবারের।
পেনসিলভেনিয়ার ইরি শহরের একটি বার্গার কিংয়ের সিসিটিভি ফুটেজে তাঁদের শেষ দেখা গিয়েছে। ক্রেডিট কার্ড লেনদেনও সেখানেই হয়েছিল বলে জানা গিয়েছে। মার্শাল কাউন্টির শেরিফ মাইক ডোহার্টি জানিয়েছেন যে, ওই গাড়িটি বা চার যাত্রীর কোনও খোঁজ এখনও মেলেনি।
পরিবারের পক্ষ থেকে মিসিং পোস্টার শেয়ার করে জানানো হয়েছে যে, “কোনও তথ্য থাকলে দয়া করে আমাদের ফোন করুন”। সাধারণ মানুষের কাছে সহযোগিতার অনুরোধ জানিয়েছে পরিবার।