ওই পর্যটক ঘটনার যে বিবরণ দিয়েছেন, তা রীতিমতো ভয় ধরিয়ে দেওয়ার মতোই৷ পাটায়া মেল-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, পাটায়ার লমুদ্র সৈকত সংলগ্ন রাস্তা দিয়ে নিজের বন্ধুদের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন প্রবীণ মানিক তাভাড়া নামে ওই ভারতীয় ব্যবসায়ী৷ সেই সময় তাঁদের দিকে এগিয়ে আসেন কয়েকজন মহিলা, আদতে যাঁরা যৌনকর্মী৷ ওই পর্যটকের দাবি, আকৃষ্ট করার জন্য তাঁদের জড়িয়ে ধরে চুমুও খেতে শুরু করেন ওই মহিলারা৷
advertisement
আরও পড়ুন: পঙ্গু হয়ে যায় মানুষ, পুণেতে হঠাৎ বিরল স্নায়ুরোগে আক্রান্ত পর পর ৫৯ জন! তদন্তের নির্দেশ
যদিও মহিলাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দ্রুত এগিয়ে যান ওই পর্যটক এবং তাঁর বন্ধুরা৷ পিছন ফিরে তাঁরা দেখেন, মহিলাদের ওই দলটি তাঁদের আচরণে ক্ষুব্ধ হয়ে রাগে গজগজ করতে করতে চলে যাচ্ছে৷ এর পরই ওই পর্যটক আবিষ্কার করেন, তাঁর কাছে থাকা প্রায় তিন লক্ষ টাকা মূল্যের চল্লিশ গ্রাম ওজনের একটি সোনার নেকলেস উধাও হয়ে গিয়েছে৷
ওই মহিলাদের দলটিই যে সোনার নেকলেস চুরি করেছে, সে বিষয়ে নিশ্চিত হন ওই ব্যবসায়ী৷ তিনি এবং তাঁর বন্ধুরা সঙ্গে সঙ্গে ওই মহিলাদের উদ্দেশ্যে এলাকায় খোঁজও করেন৷ কিন্তু তাঁদের সন্ধান আর মেলেনি৷ শেষ পর্যন্ত পাটায়া থানায় অভিযোগ জানান তাঁরা৷ পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখছে৷ দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে৷