জৈন জানিয়েছেন, ওই ছাত্র হরিয়াণার টানে কথা বলছিল৷ তিনি লেখেন, ‘আমি ওর অ্যাকসেন্ট বুঝতে পারি৷ ও বলছিল, আমি পাগল নই, এই লোকগুলো আমায় পাগল সাজাচ্ছে৷’
জৈন তাঁর পোস্টে লেখেন, ‘এই বাচ্চাগুসো ভিসা পেয়ে সকালে ফ্লাইটে ওঠে। কোনও কারণে, তারা অভিবাসন কর্তৃপক্ষের কাছে তাদের আসার কারণ ব্যাখ্যা করতে পারে না এবং অপরাধীদের মতো বেঁধে সন্ধ্যার ফ্লাইটে তাদের ফেরত পাঠানো হয়। প্রতিদিন ৩-৪টি এরকম ঘটনা ঘটছে। গত কয়েক দিনে এরকম আরও ঘটনা ঘটেছে।’
advertisement
এরপরেই ভারতীয় দূতাবাস এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ট্যাগ করে তিনি লেখেন, ‘এই বাচ্চাগুলোর বাবা-মা জানতেও পারবেন না তার সাথে কী ঘটছে। @IndianEmbassyUS @DrSJaishankar গত রাতে ওই ছেলেটিকে আমার সাথে একই ফ্লাইটে তোলার কথা ছিল৷ কিন্তু তাকে তোলা হয়নি। নিউ জার্সি কর্তৃপক্ষের কাছে খোঁজ নিতে হবে ওর সাথে কী ঘটছে৷ সেটা খুঁজে বের করা দরকার। ওকে দেখেই দিশেহারা লাগছিল৷’
মার্কিন যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে ডিপোর্ট করছে। ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে, মোট ১৫,৫৬৪ জন ভারতীয় নাগরিককে চার্টার্ড এবং বাণিজ্যিক উভয় ফ্লাইটের মাধ্যমে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল। টবে ট্রাম্প প্রশাসনে এই সংখ্যা এবং অমানবিক ধরনটা বাড়ছে৷