অনেক চেষ্টা করেও ব্যাগে থাকা এই সমস্ত সামগ্রী লুকনো যায় না৷
থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দরে এমনই সমস্যায় পড়েছিলেন ভারতীয় যাত্রী হিমাংশু দেবগান৷ কারণ ব্যাগে করে গোলাপ জাম মিষ্টি নিয়ে আসছিলেন তিনি৷ কিন্তু বিমানবন্দরের কর্মীরা হিমাংশুকে জানান, মিষ্টি নিয়ে বিমানে ওঠা যাবে না৷
আরও পড়ুন: উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ধেয়ে এল জাপানের দিকে! হঠাৎ তোলপাড় বিশ্ব রাজনীতি, যুদ্ধের দামামা?
advertisement
এ কথা শোনার পরই অভিনব কাণ্ড করেন হিমাংশু৷ সঙ্গে থাকা গোলাপ জামের কৌটো ফেলে দেননি তিনি৷ তার বদলে ওই মিষ্টি তিনি বিমানবন্দরের কর্মী এবং আধিকারিকদেরই উপহার দেন ওই ভারতীয় যাত্রী৷
ভারতীয় এই সুস্বাদু মিষ্টি তারিয়ে তারিয়ে উপভোগ করেন ফুকেট বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা৷ সেই দৃশ্য ক্যামেরা বন্দি করে ইনস্টাগ্রামে শেয়ার করেন হিমাংশু৷
হিমাংশু যখন বিমানবন্দরের আধিকারিক এবং কর্মীদের মিষ্টি খাওয়ার প্রস্তাব দেন, তখন তাঁরা দৃশ্যতই অবাক হয়ে যান৷ দু' একজন প্রথমে ইতস্ততও করছিলেন৷ কিন্তু গোলাপ জাম মুখে দেওয়ার পরে প্রত্যেকেরই মুখে হাসি ফোটে৷ ইনস্টাগ্রামে ঘটনার ভিডিও দেখে অনেকেই হিমাংশু নামে ওই ভারতীয় যাত্রীর প্রশংসা করেন৷