জানা গিয়েছে, ভারতীয় বংশোদ্ভুত ওই ছাত্রের পরিবারের অভিযোগ পেয়েই তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশ৷ মানোঝ সিং লেল্লার পরিবার পুলিশকে জানায়, ওই ছাত্রের মানসিক কিছু সমস্যা হচ্ছে৷ নিজের পরিবারের সদস্যদেরই হুমকি দিচ্ছে সে৷ পুলিশ জানিয়েছে, গ্রেফতারির কয়েক দিন আগে নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ওই ছাত্র৷
অভিযুক্ত ওই ছাত্রের বিরুদ্ধে জনবসতি অথবা উপাসনাস্থলের ক্ষতি করার চেষ্টার অভিযোগের ধারায় মামলা করা হয়েছে৷ এর পাশাপাশি পরিবারের কোনও সদস্যকে সন্ত্রাসবাদী হুমকি দেওয়ার অভিযোগও ওই ছাত্রের বিরুদ্ধে এনেছে পুলিশ৷ তবে পুলিশ স্পষ্ট করে দিয়েছে, কোনও উপাসনাস্থলের ক্ষতি করার চেষ্টার প্রমাণ ওই ছাত্রের বিরুদ্ধে পাওয়া যায়নি৷
advertisement
আদালতের নথি অনুযায়ী, ওই ছাত্রের বিরুদ্ধে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগের জন্য ১ লক্ষ মার্কিন ডলার এবং হুমকি দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে সাড়ে তিন হাজার মার্কিন ডলারের বন্ড ধার্য করা হয়েছে৷ ছাত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ৷
