ইঞ্জিনিয়ারিং পাশ করে অভি দু’ বছর চাকরি করেন নয়ডায়। তার পর প্যারিসে যান এমবিএ কোর্স করতে। অন্যদিকে স্যান্ডিও যান প্যারিসে। ফরাসি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা করতে। ঘটনাচক্রে দুজনের বিশ্ববিদ্যালয় ছিল একই। সেখানেই আলাপ, বন্ধুত্ব এবং প্রেম। ২০১১ সালের অগাস্টে তাঁদের প্রথম আলাপ। তাঁদের প্রথম আলাপেই অভির কাছে তিনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন। মনেই হয়নি তিনি অপরিচিত যুবকের সঙ্গে কথা বলছেন। আর স্যান্ডিকে দেখে তাঁর রূপ মুগ্ধ হন অভি।
advertisement
আরও পড়ুন : অ্যাডিনোভাইরাস কি আতঙ্কের আর এক নাম? জেনে নিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ
আলাপ একটু গভীর হতেই তাঁর অফিশিয়াল ডেটে যান ভারতীয় রেস্তরাঁয়। তার পর দেখা হওয়া চলতেই থাকে। অবশেষে স্যান্ডিকে বিয়ের প্রস্তাব দেন অভি। এর পর তিনি চাকরি নিয়ে চলে যান জার্মানিতে। আলাপের পর প্রথম বিরহেই দুজনে বুঝতে পারেন তাঁদের প্রেমের বন্ধন গভীর।
২০১৮ সালে সারপ্রাইজ এনগেজমেন্ট পার্টিতে তাঁদের বাগদান হয়ে যায়। পরের বছর ডেনমার্কের কোপেনহেগেনে তাঁরা বিয়ে করেন। দু’ জনের আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। ভারতীয় রীতিনীতি ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিয়েছেন স্যান্ডি। চৈনিক সুন্দরী এখন ভারতীয় পরিবারের বধূ। তাঁর দেশের সংস্কৃতিকেও আপন করে নিয়েছেন অভি। এখন একসঙ্গে তাঁরা দুই সংস্কৃতির নানা অনুষ্ঠান পালন করেন।