শনিবার প্রকাশিত রিপোর্টে দেখা গেল ভারতের স্থান একেবারে তলার দিকে। সুখের নিরিখে ১৪৯টি দেশের মধ্যে ১৩৯ তম হয়েছে ভারত। এমনকি পাকিস্তানের চেয়েও এক্ষেত্রে খারাপ হাল এদেশের। সুখী-তালিকায় পাকিস্তান রয়েছে ১০৫তম স্থানে।
গতবারের মতো এবারেও সুখীতম দেশের সম্মান পেয়েছে ফিনল্যান্ড। তার গায়ে গায়ে আছে আইসল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড, হল্যান্ড। সোজা হিসেবে উত্তর এবং পশ্চিম ইউরোপের দেশগুলো দুনিয়ায় সবচেয়ে সুখী। সেই হিসেবে ভারত বহু পিছনে।
advertisement
কিন্তু বিতর্ক থাকছে ভারতের প্রতিবেশী দেশগুলির অবস্থান নিয়ে। পাকিস্তান ১০৫, বাংলাদেশ ১০১। আর চিন ৮৪ তে। অর্থাৎ এশীয় দেশগুলির মধ্যেও ভারতের জনগণ সবচেয়ে অসুখী। অন্তত এই তালিকা সেটাই বলছে। আর তাই দেখেই মুছড়ে পড়েছেন ভারতীয়রা।
জানা যাচ্ছে সংশ্লিষ্ট দেশগুলির লোকেদের সঙ্গে কথা বলে তবেই এই তালিকা তৈরি হয়েছে। কিন্তু সেটা কবে হয়েছে, বা কার সঙ্গে কথা হয়েছে তার বিস্তারিত রিপোর্ট নেই। আর মুষ্টিমেয় কয়েকজনের সঙ্গে কথা বলে কী করে গোটা দেশের ছবি পাওয়া সম্ভব সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।