এই হামলার দায় ভারতের উপর চাপিয়ে দিতে চেয়েছিল পাকিস্তান। ইসলামাবাদেক দাবি ভারতের সমর্থনপুষ্ট জঙ্গিরাই এই হামলা চালিয়েছে। কোনও প্রমাণ না থাকলেও ভারতের উপর জঙ্গি হামলার চাপিয়ে তিনি বলেন, “ভারতের মদতপুষ্ট জঙ্গিরাই স্কুল বাসে হামলা চালিয়েছে, এর হামলায় বালুচিস্তানের শিক্ষা ব্যবস্থাকে নিশানা করা হয়েছে”।
advertisement
এই জঙ্গি হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের দাবিকে ভিত্তিহীন বলে জানায় নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল জানান, সন্ত্রাসবাদের আঁতুরঘর হিসাবে পাকিস্তানের বিশ্বে যে কুখ্যাতি রয়েছে তা থেকে নজর ঘুরিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই জন্যই পাকিস্তানের এই অপপ্রচার।
আরও পড়ুন: আধঘণ্টায় ছারখার ভারত-বাংলাদেশ সীমান্তের এই এলাকা! ভাঙল বাড়ি, হঠাৎ কী হল… দেখুন ভিডিও
দীর্ঘদিন ধরেই উত্তপ্ত বালুচিস্তান, বারবার পাকিস্তানের এই প্রদেশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিভিন্ন সময়ে প্রাণ গিয়েছে বহু সেনার। এর মধ্যেই ফের জঙ্গি হামলা! বালুচিস্তানের মানুষদের মন পাওয়া হোক বা সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ, দুই ক্ষেত্রেই হিমশিম খাচ্ছে পাকিস্তানের শাহবাজ শরিফ সরকার।