TRENDING:

India Pakistan tensions: বালুচিস্তানের স্কুলবাসে জঙ্গি হামলার দায় নাকি ভারতের! পাক প্রধানমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে কী বলল ভারত?

Last Updated:

India Pakistan tensions: পহেলগাঁও হামলার জেরে ভারত একের পর এক প্রমাণ সামনে আনায় এমনিতেই বিপাকে পড়ে গিয়েছে পাকিস্তান। এর মধ্যেই বুধবার সকালে পাকিস্তানের বালুচিস্তানে এক স্কুলবাসে বিস্ফোরণের জেরে ৪ জন শিশু নিহত এবং ৩৮ জন আহত হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: পহেলগাঁও হামলার জেরে ভারত একের পর এক প্রমাণ সামনে আনায় এমনিতেই বিপাকে পড়ে গিয়েছে পাকিস্তান। এর মধ্যেই বুধবার সকালে পাকিস্তানের বালুচিস্তানে এক স্কুলবাসে বিস্ফোরণের জেরে ৪ জন শিশু নিহত এবং ৩৮ জন আহত হয়।
advertisement

আরও পড়ুন: সাবধান, কিছুক্ষণের মধ্যেই তছনছ করতে আসছে কালবৈশাখী, সঙ্গে বৃষ্টি এবং বজ্রপাত! কোন কোন জেলায় ঝড়বৃষ্টি?

এই হামলার দায় ভারতের উপর চাপিয়ে দিতে চেয়েছিল পাকিস্তান। ইসলামাবাদেক দাবি ভারতের সমর্থনপুষ্ট জঙ্গিরাই এই হামলা চালিয়েছে। কোনও প্রমাণ না থাকলেও ভারতের উপর জঙ্গি হামলার চাপিয়ে তিনি বলেন, “ভারতের মদতপুষ্ট জঙ্গিরাই স্কুল বাসে হামলা চালিয়েছে, এর হামলায় বালুচিস্তানের শিক্ষা ব্যবস্থাকে নিশানা করা হয়েছে”।

advertisement

এই জঙ্গি হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের দাবিকে ভিত্তিহীন বলে জানায় নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল জানান, সন্ত্রাসবাদের আঁতুরঘর হিসাবে পাকিস্তানের বিশ্বে যে কুখ্যাতি রয়েছে তা থেকে নজর ঘুরিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই  জন্যই পাকিস্তানের এই অপপ্রচার।

আরও পড়ুন: আধঘণ্টায় ছারখার ভারত-বাংলাদেশ সীমান্তের এই এলাকা! ভাঙল বাড়ি, হঠাৎ কী হল… দেখুন ভিডিও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর পর দূষণ ঠেকাতে পৌরসভা তৎপর, দেওয়া হয়েছে বড়সড় সরকারি নির্দেশ
আরও দেখুন

দীর্ঘদিন ধরেই উত্তপ্ত বালুচিস্তান, বারবার পাকিস্তানের এই প্রদেশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিভিন্ন সময়ে প্রাণ গিয়েছে বহু সেনার। এর মধ্যেই ফের জঙ্গি হামলা! বালুচিস্তানের মানুষদের মন পাওয়া হোক বা সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ, দুই ক্ষেত্রেই হিমশিম খাচ্ছে পাকিস্তানের শাহবাজ শরিফ সরকার।

বাংলা খবর/ খবর/বিদেশ/
India Pakistan tensions: বালুচিস্তানের স্কুলবাসে জঙ্গি হামলার দায় নাকি ভারতের! পাক প্রধানমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে কী বলল ভারত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল