TRENDING:

Imran Khan Update: 'বেঁচে থাকার প্রমাণ নেই!' ইমরানের অবস্থা জানতে আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি পুত্র কাশিমের

Last Updated:

এক্স হ্যান্ডেলে পোস্ট করে কাশিম খান অভিযোগ করেন, 'আদালতের নির্দেশ অমান্য করে ইমরান খানের সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত তথ্য গোপন করছে পাকিস্তান সরকার৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিলেন তাঁর ছেলে কাশিম খান৷ বৃহস্পতিবার জনতার উদ্দেশ্যে জরুরি বার্তায় তিনি দাবি করেছেন, গত ছয় সপ্তাহে পাকিস্তানের জেলে সব ধরনের যোগাযোগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে তাঁর ইমরান খানকে৷ পরিবারের সঙ্গে যোগাযোগ তো করতে দেওয়াই হচ্ছে না, আইনি সাহায্যও নিতে বাধা দেওয়া হচ্ছে৷ এমন কি, ইমরান যে বেঁচে আছেন, তার কোনও প্রমাণও তাঁদের কাছে নেই বলে দাবি করেছেন কাশিম৷
ইমরানকে নিয়ে আশঙ্কা পুত্র কাশিমের গলায়৷
ইমরানকে নিয়ে আশঙ্কা পুত্র কাশিমের গলায়৷
advertisement

এক্স হ্যান্ডেলে পোস্ট করে কাশিম খান অভিযোগ করেন, ‘আদালতের নির্দেশ অমান্য করে ইমরান খানের সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত তথ্য গোপন করছে পাকিস্তান সরকার৷’

কাশিম লিখেছেন, আমার বাবাকে গ্রেফতার করার পর ৮৪৫ দিন কেটে গিয়েছে৷ গত ৬ সপ্তাহ ধরে তাঁকে একা একটি কারাগারে রাখা হয়েছে৷ কোনওরকম স্বচ্ছতা রাখা হচ্ছে না৷ তিনি আরও অভিযোগ করেন, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের বোনেদের তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না৷

advertisement

কাশিমের কথা অনুযায়ী, বহির্বিশ্বের সঙ্গে ইমরান খানের কোনওরকম যোগাযোগই নেই৷ কাশিম লিখেছেন, ‘কোনওরকম ভাবে ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না৷ কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, আমার এবং আমার ভাইয়ের বাবার সঙ্গে কোনওরকম যোগাযোগই নেই৷ ইমরান খানকে এই ভাবে কোণঠাসা করে দেওয়ার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই দাবি করেছেন কাশিম৷’

advertisement

একই সঙ্গে পাকিস্তান সরকারকেও হুঁশিয়ারি দিয়েছেন ইমরান পুত্র৷ কাশিম লিখেছেন, ‘এটা স্পষ্ট করে দেওয়া যাক৷ আমার বাবার নিরাপত্তা এবং এই অমানবিক ভাবে তাঁকে বিচ্ছিন্ন করে রাখার জন্য কিছু হলে তার নৈতিক, আইনি ভাবে এবং আন্তর্জাতিক স্তরেও পাকিস্তান সরকার এবং তাদের সহযোগীদের দায়ী থাকতে হবে৷’

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

ইমরান খানের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপও দাবি করেছেন কাশিম৷ তিনি লিখেছেন, ‘আমি আন্তর্জাতিক মহল, মানবাধিকার সংগঠন, প্রত্যেকটি গণতান্ত্রিক স্বরকে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানাচ্ছি৷ তিনি যে বেঁচে আছেন, তার প্রমাণ দাবি করা হোক৷ আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাত করার দাবি জানানো হোক, এই অমানবিক ভাবে তাঁকে বিচ্ছিন্ন করে দেওয়ার শাস্তি শেষ হোক৷ পাকিস্তানের সবথেকে জনপ্রিয় নেতা, যাঁকে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে বন্দি করে রাখা হয়েছে তাঁর মুক্তির দাবি তোলা হোক৷ মানুষ আমাদের কাছে তাঁর শরীর এবং স্বাস্থ্যের অবস্থা নিয়ে জানতে চাইছে৷ কিন্তু আমরা সেই তথ্য সঠিক ভাবে কার কাছে পাবো, জানি না৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Imran Khan Update: 'বেঁচে থাকার প্রমাণ নেই!' ইমরানের অবস্থা জানতে আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি পুত্র কাশিমের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল