TRENDING:

ইমরান খানের শপথ, 'দাওয়াতনামা' আসছে মোদির কাছেও

Last Updated:

আগামী ১১ অগাস্ট প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন ইমরান খান৷ অনুষ্ঠানে SAARC ভূক্ত দেশগুলির সব রাষ্ট্রপ্রধানকেই আমন্ত্রণ জানানো হচ্ছে৷ এর মধ্যে থাকছেন ভারতের প্রধানমন্ত্রীও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: পাকিস্তানে ‘সুলতান অফ স্যুইং’ ক্ষমতায় আসার পর ভারত-পাক সম্পর্কে তিক্ততা বাড়ার আশঙ্কা তৈরি হলেও, প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাচ্ছেন ইমরান খান৷
advertisement

আরও পড়ুন: আগামী ১১ অগাস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন ইমরান

আগামী ১১ অগাস্ট প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন ইমরান খান৷ অনুষ্ঠানে SAARC ভূক্ত দেশগুলির সব রাষ্ট্রপ্রধানকেই আমন্ত্রণ জানানো হচ্ছে৷ এর মধ্যে থাকছেন ভারতের প্রধানমন্ত্রীও৷ ইমরানের দল তেহরিক ই ইনসাফ-এর এক মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইমরান খানকে ফোন করে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন৷ দলের কোর কমিটির বৈঠকে স্থির হয়েছে, ভারত-সহ সব SAARC ভূক্ত দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হবে৷ খুব শীঘ্রই আমন্ত্রণ পাঠানো হবে৷

advertisement

আরও পড়ুন: It's official! পাক তখ্‌তে ইমরানই 'সুলতান'

গত সোমবার ইমরান খানকে ফোন করেছিলেন মোদি৷ ইমরানের কথায়, ‘যুদ্ধ ও রক্ত নয়৷ টেবিলে বসেই সমস্যার সমাধান সম্ভব৷ যদি ভারতীয় নেতৃত্ব রাজি থাকেন, তা হলে আমরাও তৈরি হাত মিলিয়ে কাজ করতে৷ দু দেশের বন্ধুত্বর সম্পর্ক খুবই জরুরি৷’ দুই রাষ্ট্রনায়কের মধ্যে কথা হয়েছে দুই দেশের উন্নতি এবং শান্তি ইস্যুতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
ইমরান খানের শপথ, 'দাওয়াতনামা' আসছে মোদির কাছেও