টানা ৯ মাস মহাকাশে আটকে থাকার পর সম্প্রতি পৃথিবীতে ফিরে এসেছেন দুই নভশ্চর সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাঁরা পৃথিবীতে ফিরতেই রীতিমত হইচই শুরু হয়ে গিয়েছে। নাসার দুই মহাকাশচারীকে পৃথিবীতে ফেরানোর কৃতিত্ব ইতিমধ্যেই নিজের কাঁধে তুলে নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে শুক্রবার তিনি ঘোষণা করলেন প্রয়োজনে তিনি মহাকাশে থাকাকালীন দুই মহাকাশচারীর ‘ওভারটাইমের’ টাকা তিনি নিজে থেকে দিতে চান। একইসঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন এলন মাস্ককেও। তাঁদের ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছিলেন মাস্ক এমনটাই দাবি করেন ট্রাম্প।
advertisement
এই প্রসঙ্গে তিনি বলেন, “এতদিন মহাকাশে কাটানোর পরেও তাঁরা কোনও ওভারটাইম পাচ্ছেন না। যদি সম্ভব হয়, আমি আমার নিজের পকেট থেকেই সেই অর্থ দিতে ইচ্ছুক। একই সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই এলন মাস্ককে তাঁদের ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় পদক্ষেপ নেওয়ার জন্য।”
নাসা সূত্রে খবর মহাকাশে থাকাকালীন, দুই নভশ্চর সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর আর পাঁচ জন সরকারি কর্মীর মতন সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতেন। গত বছরে তাঁরা মোট ১ লক্ষ ৫২ হাজার ডলার আয় করেছেন।
এছাড়াও প্রতি দিন ছোটখাটো নানান বিষয়ে খরচ করার জন্য তাঁদের বরাদ্দ ছিল ৫ ডলার। ২৮৬ দিন মহাকাশে থাকাকালীন ১ হাজার ৪৩০ ডলার ব্যয় হয়েছে। মহাকাশে থাকাকালীন তাঁরা অতিরিক্ত বরাদ্দ বা ওভারটাইম পাননি। সেই বিষয়েই এবার মুখ খুললেন ট্রাম্প।