তবে এই বিস্ফোরণের নেপথ্যে কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসনের তরফ থেকেও বিষয়টি সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি। কিন্তু এবারই প্রথম নয়। ২০১৫ থেকে ২০১৬ সালেও একাধিকবার এই এলাকাটিতে আইএস জঙ্গিরা হামলা চালিয়েছে। ফলে এই বিস্ফোরণের পিছনেও নাশকতা তত্ত্ব উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন, ট্রেন না এলে মিলবে না ভোটও! নির্বাচনের মুখে দাবি গুজরাতের ১৭ গ্রামের
advertisement
বিস্ফোরণের পরেই গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। তল্লাশি চালানো হচ্ছে। তবে গোটা বিস্ফোরণ নিয়ে কার্যত মুখে কুলুপ এটেছে সেখানকার প্রশাসন। এমনকী স্থানীয় সংবাদমাধ্যমগুলিকে এই সংক্রান্ত কোনও খবর সম্প্রচারে নিষেধ করা হয়েছে।
জানা গিয়েছে, রবিবার বিকালে ইস্তিকলাল মার্কেট চত্বরে ভালোই ভিড় ছিল। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রচুর পর্যটকও উপস্থিত ছিলেন সেখানে। সেই সময়ে আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। তবে কী থেকে এই বিস্ফোরণ হয়েছে, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন, ২৪ বছর বয়সী ইংরেজ তারকা টি২০ বিশ্বকাপের 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট'
বিস্ফোরণের পরেই আতঙ্কে সকলে আশেপাশে ছুটতে শুরু করে দেন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই বিস্ফোরণের আহতের সংখ্যা ৩০ এর বেশি। আহতদের স্থানীয় হাসপাতালগুলিতে চিকিৎসা চলছে। বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে পুলিশ।