পাকিস্তানের হাত থেকে ফসকে যেতে পারে এই অঞ্চল! জায়গায় জায়গায় বসেছে চেকপয়েন্ট! পাক সেনার রাতের ঘুম কেড়েছে টিটিপি!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
আর এই ছবি দেখেই অনেকের মনে পড়ে যাচ্ছে ২০২১ সালেড় আফগানিস্তানের কথা।
advertisement
1/5

পাকিস্তানের প্রত্যন্ত এলাকাগুলিতে দিন প্রতি দিন পরিস্থিতি ক্রমেই ঘোরালো হয়ে উঠছে। ইতিমধ্যেই তেহরিক-ই-তালিবান পাকিস্তান এবং বিভিন্ন জঙ্গি সংগঠন শক্তিশালী হয়ে উঠছে।
advertisement
2/5
পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে খাইবার-পাখতুনখোয়ায় ক্রমেই নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে টিটিপি। তারা ওই অঞ্চলে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সেখানে পাক সেনাদের ঢুকতেও বেগ পেতে হচ্ছে।
advertisement
3/5
মূলত, আফগানিস্তানের সীমান্ত লাগোয়া ডুরান্ড লাইনে পাক সেনাদের জন্য সমস্ত কাজ করা অসম্ভব করে তুলেছে। খাইবার, খুরাম, উত্তর এবং দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বাজাউর পাক সেনার কাছে একদম আতঙ্কের অন্য নাম হয়ে উঠেছে।
advertisement
4/5
ওই সকল এলাকায় গজিয়ে উঠেছে বিভিন্ন চেকপয়েন্ট, আইডেন্টিটি কার্ড দেখে তবেই যেতে দিচ্ছেন সেখানকার যোদ্ধারা। মূলত, পেশোয়ার-খাইবার রোড, হাঙ্গুর-খুররম করিডর এবং বাম্মু- ডেরা ইসমাইল খান- সহ একাধিক রাস্তায় রয়েছে এই চেকপয়েন্ট।
advertisement
5/5
একইসঙ্গে পাক সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে টিটিপি। পাক সেনা কর্তা আসিম মুনিরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই সংগঠন। আর এই ছবি দেখেই অনেকের মনে পড়ে যাচ্ছে ২০২১ সালেড় আফগানিস্তানের কথা।