TRENDING:

ক্রিসমাসে শিশুদের সঙ্গেই সময় কাটিয়ে ‘বক্সিং ডে’ উপহার দিলেন ম্যান ইউ ফুটবলাররা

Last Updated:

বড়দিনে ডুব দিয়েছে ইংল্যান্ড। তাই ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ছুটি পেয়ে অন্য মেজাজে ইব্রা-পোগবারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন:  বড়দিনে ডুব দিয়েছে ইংল্যান্ড। তাই ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ছুটি পেয়ে অন্য মেজাজে ইব্রা-পোগবারা। ক্রিসমাসের আগে শিশুদের সঙ্গে সময় কাটিয়ে বক্সিং ডে গিফট দিলেন ম্যান ইউ ফুটবলাররা। শিশুদের সঙ্গে সময় কাটালেন লিভারপুল ম্যানেজার য়ুরগেন ক্লপও।
advertisement

২৩ ডিসেম্বর আসলেই মনটা আনচান করে। বারে বারে চোখ চলে যায় সদর দরজার দিকে। এই একটা দিন প্রতীক্ষা ভীষণ লম্বা হয়ে যায়। প্রতি বছর এই দিনটা একেবারে ভিন্ন ম্যাঞ্চেস্টারের এই মুখগুলির কাছে। ক্যান্সার আক্রান্ত এই মুখগুলি খুঁজে বেড়ায় ভালবাসার তারকাদের। এবারও তাদের জন্য গিফট নিয়ে হাজির হলেন রেড ডেভিলস ফুটবলাররা। ইব্রা-পোগবারা মেলে ধরলেন। ফিরে গেলেন তাঁদের শিশুবেলায়। গত পঞ্চাশ বছর ধরে বড়দিনের আগে এই রেওয়াজ চালু হয়েছিল। এই একটা দিনটা ওই হাসপাতালের কাছে আরও বড় দিন হয়ে ওঠে। মোরিনহোর ছেলেরা এবারও এলেন-দেখলেন-জয় করলেন। শুধু ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নয়, বক্সিং ডে’তে স্টোকস সিটির বিরুদ্ধে মাঠে নামার আগে ছোটদের সঙ্গে সময় কাটালেন লিভারপুল ফুটবলারাও। বিশেষ করে য়ুরগেন ক্লপ শুনিয়ে এলেন সান্তা ক্লজের গল্প।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিদেশ/
ক্রিসমাসে শিশুদের সঙ্গেই সময় কাটিয়ে ‘বক্সিং ডে’ উপহার দিলেন ম্যান ইউ ফুটবলাররা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল