২৩ ডিসেম্বর আসলেই মনটা আনচান করে। বারে বারে চোখ চলে যায় সদর দরজার দিকে। এই একটা দিন প্রতীক্ষা ভীষণ লম্বা হয়ে যায়। প্রতি বছর এই দিনটা একেবারে ভিন্ন ম্যাঞ্চেস্টারের এই মুখগুলির কাছে। ক্যান্সার আক্রান্ত এই মুখগুলি খুঁজে বেড়ায় ভালবাসার তারকাদের। এবারও তাদের জন্য গিফট নিয়ে হাজির হলেন রেড ডেভিলস ফুটবলাররা। ইব্রা-পোগবারা মেলে ধরলেন। ফিরে গেলেন তাঁদের শিশুবেলায়। গত পঞ্চাশ বছর ধরে বড়দিনের আগে এই রেওয়াজ চালু হয়েছিল। এই একটা দিনটা ওই হাসপাতালের কাছে আরও বড় দিন হয়ে ওঠে। মোরিনহোর ছেলেরা এবারও এলেন-দেখলেন-জয় করলেন। শুধু ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নয়, বক্সিং ডে’তে স্টোকস সিটির বিরুদ্ধে মাঠে নামার আগে ছোটদের সঙ্গে সময় কাটালেন লিভারপুল ফুটবলারাও। বিশেষ করে য়ুরগেন ক্লপ শুনিয়ে এলেন সান্তা ক্লজের গল্প।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 25, 2016 8:59 AM IST