আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনাতে বর্ণময় উপস্থিতি ছিল ইমরান খানের ৷ ৮৮ টি টেস্ট ও ১৭৫ টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি ৷ বোলিং অলরাউন্ডার ইমরান ব্যাট ও বল হাতে একাধিক চমকপ্রদ পারফরম্যান্স দিয়েছেন ৷
advertisement
যেমন টেস্টে তাঁর ৬ টি শতরান রয়েছে, ঠিক তেমনিই ৩৬২ টেস্ট উইকেটের মালিকও তিনি ৷ তাঁর হাত ধরেই ১৯৯২ সালে পাকিস্তান বিশ্বকাপ জিতেছিল ৷ ক্রিকেটে আইসিসি-র হল অফ ফেমে ২০১০ -এ জায়গা করে নেন তিনি ৷
১৯৭১ থেকে ক্রিকেটে পা দিয়েছিলেন ৷ আর রাজনীতিতে আসেন ক্রিকেট ছাড়ার পর ৷ ১৯৯৬ সালে তৈরি করেছিলেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠা করেন ৷
১৯৫২ সালের ৫ অক্টোবর লাহোরে জন্মেছিলেন ইমরান ৷ দেশে পড়াশুনো করলেও উচ্চ শিক্ষাগ্রহণের জন্য বিদেশেও গিয়েছিলেন তিনি ৷ অক্সফোর্ডেও পড়াশুনো করেছেন পাকিস্তানের প্রাক্তন তারকা অলরাউন্ডার ৷ যখনই যা করেছেন তাতেই সেরাটা বের করে আনার চেষ্টা করেছেন ৷ তা সে পড়াশুনো শেষে ক্রিকেট হোক বা ক্রিকেট শেষে রাজনীতি ৷
১৯৯৭ সালে পাকিস্তানের জাতীয় নির্বাচনে লড়ে হেরেছিলেন, ১৯৯৯ এ মুশারফের সামরিক উত্থানকে সমর্থন করেছিলেন ইমরান ৷ ২০০২- ০৭ - মিনাওয়ালি জেলা থেকে বিরোধী পক্ষ হয়েছিলেন ৷ ২০১৩ সালে পার্লামেন্টে পুনরায় নির্বাচিত হন তেহরিক ই ইনসাফের প্রধান ৷ বিভিন্ন সময়ে জোর ধাক্কা খেলেও রাজনীতির ট্র্যাকে দৌড় থামাননি ইমরান ৷ আর তাই দীর্ঘ অপেক্ষার পর ৬৬ বছরের ইমরান এখন প্রধানমন্ত্রী পদপ্রার্থী ৷
২০১৮ পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিটিআইয়ের আধিপত্য ৷ ইমরানের নামের পাশে প্রধানমন্ত্রী -র সরকারি ছাপ লাগা আর সময়ের অপেক্ষা ৷